DA Protest: হাইকোর্টে ধাক্কা রাজ্যের, নবান্নের দুয়ারে আন্দোলনের সময়সীমা বাড়ল যৌথ সংগ্রামী মঞ্চের

ঢাক পিটিয়ে, বাটি বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। সমানে চলে স্লোগান, ওঠে 'বল হরি বোল' ধ্বনি। ওই ধর্নায় পুলিশি বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে। বিস্তারিত জানুন...

DA Protest:  হাইকোর্টে ধাক্কা রাজ্যের, নবান্নের দুয়ারে আন্দোলনের সময়সীমা বাড়ল যৌথ সংগ্রামী মঞ্চের
নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্না কর্মসূচি

ট্রাইব টিভি ডিজিটাল: শনিবার বিকেল চারটে পর্যন্ত নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ সংগ্রামী মঞ্চের DA নিয়ে অবস্থান চলবে। নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের। গতকাল বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ যে শর্তে এই অবস্থানের অনুমতি দিয়েছে সেই শর্তগুলো মেনে চলতে হবে অবস্থানকারীদের। নবান্ন বাস স্ট্যান্ড থেকে অবস্থান তুলে নেওয়ার আর্জি জানিয়ে আজ প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানায় রাজ্য। রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করেন। যদিও রাজ্যের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি তিন দিনের বদলে অবস্থানের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন।

আগামীকাল অর্থাৎ শনিবার বিকেল চারটে পর্যন্ত অবস্থান চলবে নবান্ন বাস স্ট্যান্ড এলাকায়। নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে হাজির ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি। গতকালই নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ সংগ্রামী মঞ্চকে ২২ থেকে ২৪ ডিসেম্বর ডিএ ইস্যুতে অবস্থানের শর্তসাপেক্ষে অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। নবান্ন বাস স্ট্যান্ড রাজ্য পরিবহন দফতরের জায়গা এবং যথেষ্ট ব্যস্ততম এলাকা। সরকারি জায়গায় এভাবে সরকার বিরোধী অবস্থান করা যায় না বলে যুক্তি রাজ্যের। যদিও রাজ্যের আবেদন খারিজ করে তিন দিনের বদলে অবস্থানকারীদের দু'দিনের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।

আদালতের সেই নির্দেশকে হাতিয়ার করে মাঝরাতেই নবান্নের উলটোদিকের বাস স্ট্যান্ডের উলটোদিকে ধর্নায় বসে পড়েন ডিএ আন্দোলনকারীরা (DA Protest)। ঢাক পিটিয়ে, বাটি বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সমানে চলে স্লোগান, ওঠে 'বল হরি বোল' ধ্বনি। ওই ধর্নায় পুলিশি বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। এদিকে বিচারপতি মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ভিডিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফের ধাক্কা খেল রাজ্য। হাইকোর্টের নির্দেশে খারিজ হয়ে যায় রাজ্যের আবেদন। যারফলে আগামী শনিবার ২৩.১২.২০২৩ বিকেল চারটে পর্যন্ত নবান্নের সামনে ধর্না কর্মসূচি চালাতে পারবেন যৌথ সংগ্রামী মঞ্চের DA আন্দোলনকারীরা।