দীপ্তি-হরমনপ্রীতদের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বসিত ঝুলন

পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ৩০৯ রানে জয়টাই এতদিন আন্তর্জাতিক মহিলা টেস্ট ক্রিকেটে ছিল সবথেকে বড় ব্যবধানে কোনও দলের জয়। 

দীপ্তি-হরমনপ্রীতদের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বসিত ঝুলন

ট্রাইব টিভি ডিজিটাল: ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ৩৪৭ রানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বসিত প্রাক্তন অধিনায়ক তথা পেসার ঝুলন গোস্বামী। পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ৩০৯ রানে জয়টাই এতদিন আন্তর্জাতিক মহিলা টেস্ট ক্রিকেটে ছিল সবথেকে বড় ব্যবধানে কোনও দলের জয়। 

ইংল্যান্ডের বিরুদ্ধে আড়াই দিনে টেস্ট জিতে ২৫ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছে ভারতীয় দল। রবিবার কলকাতা ম্যারাথনে উপস্থিত হয়ে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করা দীপ্তি শর্মা, অধিনায়ক হরমনপ্রীত, সতীশ সুধা, জেমিমাদের প্রশংসায় পঞ্চমুখ ঝুলন। কথা বললেন রোহিত শর্মার অধিনায়কত্ব প্রসঙ্গেও। রোহিতকে অধিনায়ক রেখে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন চাকদহ এক্সপ্রেস। সেই সঙ্গে ভারতীয় দলে সুযোগ পাওয়া বাংলার দুই পেসার মুকেশ কুমার ও আকাশদ্বীপের প্রশংসাও শোনা গেল তাঁর গলায়। বাংলা থেকে একসঙ্গে এতজন ক্রিকেটারের ভারতীয় দলে প্রতিনিধিত্ব করাতেও উচ্ছ্বসিত ঝুলন।

ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ৩৪৭ রানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বসিত প্রাক্তন অধিনায়ক তথা পেসার ঝুলন গোস্বামী। পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ৩০৯ রানে জয়টাই এতদিন আন্তর্জাতিক মহিলা টেস্ট ক্রিকেটে ছিল সবথেকে বড় ব্যবধানে কোনও দলের জয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আড়াই দিনে টেস্ট জিতে ২৫ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছে ভারতীয় দল। রবিবার কলকাতা ম্যারাথনে উপস্থিত হয়ে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করা দীপ্তি শর্মা, অধিনায়ক হরমনপ্রীত, সতীশ সুধা, জেমিমাদের প্রশংসায় পঞ্চমুখ ঝুলন। তবে গোটা দল ভালো খেলেছে বলেই এই সাফল্য এসেছে বলেই মনে করেন ঝুলন। তাঁর কথায়,'দীপ্তি শর্মা ন'টা উইকেট নিয়েছে। পঞ্চাশের উপর রান করেছে। হরমনপ্রীত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে মাঠে। পূজা ভস্ত্রকর, রাজেশ্বরী গায়কোয়াড়, অভিষেক হওয়া সতীশ সুধা, জেমিমা রড্রিগেজ, রেণুকা সিংরাও দারুণ খেলেছে। তবে এই জয়টা দলগত সাফল্য।'

পাশাপাশি, ঝুলন কথা বললেন রোহিত শর্মার অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার জল্পনা প্রসঙ্গেও। রোহিতকে অধিনায়ক রেখে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন চাকদহ এক্সপ্রেস। ঝুলন বলেছেন, 'বিরাট কোহলি যখন অধিনায়কত্ব করছিল তখন ওই ধরনের কথা হয়েছিল। সেই সময় বিরাটকে নিয়ে একটা আবেগ তৈরি হয়েছিল। রোহিতকে নিয়েও একটা আবেগ তৈরি হয়েছে। আমার মনে হয় রোহিতকেই অধিনায়ক রেখে দেওয়া উচিত। তবে ও অধিনায়কত্ব করবে নাকি সরে দাঁড়াবে, সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ ওর ওপরই ছেড়ে দেয়া উচিত।' সেই সঙ্গে ভারতীয় দলে সুযোগ পাওয়া বাংলার দুই পেসার মুকেশ কুমার ও আকাশদ্বীপের প্রশংসাও শোনা গেল তাঁর গলায়। বাংলা থেকে একসঙ্গে এতজন ক্রিকেটারের ভারতীয় দলে প্রতিনিধিত্ব করাতেও উচ্ছ্বসিত ঝুলন। প্রাক্তন ভারতীয় পেসার বলেছেন, 'মুকেশ কুমার, আকাশদ্বীরা দারুন পারফরমেন্স করছে। ঘরোয়া ক্রিকেটে ওদের সাফল্য ঈর্ষণীয়। যা, নতুন খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। ভারতীয় দলে একসঙ্গে বাংলার ৪-৫ জন ক্রিকেটার খেলছে, এটা সত্যিই স্বপ্নের মতো। আগামী দিনে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বাংলার ক্রিকেটাররাই এতে কোনও সন্দেহ নেই।'