Mamata in Delhi: 'বাংলাকে বদনাম করায় বিজেপির একমাত্র উদ্দেশ্য' দিল্লি যাওয়ার আগে ফের কেন্দ্রকে নিশানা

মঙ্গলবার 'ইন্ডিয়া'র বৈঠকে যোগ দেবেন তিনি। বুধবার সকাল ১১টায় অভিষেক-সহ আরও কয়েক জন সাংসদকে সঙ্গে নিয়ে মমতা যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। আরও জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

Mamata in Delhi: 'বাংলাকে বদনাম করায় বিজেপির একমাত্র উদ্দেশ্য' দিল্লি যাওয়ার আগে ফের কেন্দ্রকে নিশানা
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিন দিনের দিল্লি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  রবিবার দুপুরের বিমানে তিনি রওনা হন রাজধানীর উদ্দেশে। আগামী ১৯ ডিসেম্বর, মঙ্গলবার দিল্লিতে রয়েছে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। ওইদিন দুপুর ৩টে নাগাদ রাজধানীর অশোক হোটেলে বসবে বৈঠক। সেখানে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো।

ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই তিন দিনের সফর সঙ্গী হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী ২০ ডিসেম্বর রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে যাবেন অভিষেকও (MP Abhishek Banerjee)। 

রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মমতা জানিয়েছেন, সোমবার কয়েক জনের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। তার মধ্যে রয়েছেন সাংবাদিকরাও। মঙ্গলবার ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন তিনি। বুধবার সকাল ১১টায় অভিষেক-সহ আরও কয়েক জন সাংসদকে সঙ্গে নিয়ে মমতা যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেখানে একশো দিনের পাওনা টাকা-সহ একাধিক বকেয়া চেয়ে দরবার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে কথা বলতে গিয়েই মমতা টেনে আনেন সংসদে হানার প্রসঙ্গও। তাঁর দাবি, সংসদে এই ঘটনা প্রমাণ করে নিরাপত্তার গাফিলতি ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও তা মেনে নিয়েছে বলে দাবি মমতার।

আর এ বিষয়ে ন্যায্য প্রশ্ন তোলার কারণেই সাসপেন্ড হতে হয়েছে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেকদের। এই প্রেক্ষিতে বিজেপি নেতাদের কথায় এই ঘটনায় যোগের কথা উঠে আসছে বাংলারও। এ প্রসঙ্গে মমতা বলেন, ''ওরা বলেছে বাংলার সঙ্গে এর কোনও যোগাযোগ নেই। তদন্ত নিরপেক্ষ হোক, সেটা আমরা চাই। এ জন্য আমরা কোনও উল্টোপাল্টা মন্তব্য করি না। আমরা তো আর আবোল তাবোল করি না। যেটা বলব সেটা দায়িত্ব নিয়ে বলব। কাজেই আমরা আগে দায়িত্বশীল হই। এটা মাথায় রাখা উচিত।'' 

অন্যদিকে, নমোর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মানুষের দাবিদাওয়ার কথা জানাতে তাঁর সঙ্গে কয়েক জন সাংসদও প্রধানমন্ত্রীর কাছে যাবেন। তবে সেই তালিকায় অভিষেক ছাড়া আর কে কে যাবেন, তা পরবর্তীকালে তিনি জানিয়ে দেবেন।