DA Hike News: পুজোর মরশুমে সুখবর, DA বাড়ল সরকারি কর্মচারীদের

পুজোর আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের বড় উপহার দিল মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত জানুন...

DA Hike News: পুজোর মরশুমে সুখবর, DA বাড়ল সরকারি কর্মচারীদের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: সরকারি কর্মীদের জন্য সুখবর। পুজোর আগেই জোড়া সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ফের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৪ শতাংশ ডিএ (DA Hike News) বাড়বে বলে সূত্রের খবর। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে হবে ৪৬ শতাংশ। 

পুজোর আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের বড় উপহার দিল মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হয়েছে। মহার্ঘ ভাতা (DA) ৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশে পৌঁছে গেল। আজ ১৮ অক্টোবর বুধবার এই বিষয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। যেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতন দেওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের বকেয়াও কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের অক্টোবর মাসের বেতনের সঙ্গে দেওয়া হতে পারে। ১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে নবরাত্রি। 

আগামী 24 অক্টোবর দশেরা। 12 নভেম্বর দীপাবলি। উৎসবের ভরপুর মরশুমে (Festivals Session) মোদি সরকার কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৪৭ লক্ষ কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা মূল্যস্ফীতি থেকে বড় ধরনের স্বস্তি পাবেন। সাম্প্রতিক সময়ে খাদ্য মূল্যস্ফীতি তীব্র বৃদ্ধি পেয়েছে।

তবে সেপ্টেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার কমেছে ৫.০২ শতাংশ, যা অগাস্টে ছিল ৬.৮৩ শতাংশ। এর আগে চলতি বছরের জুলাই মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার 7.44 শতাংশে পৌঁছেছিল। খাদ্য মুদ্রাস্ফীতির হার সেপ্টেম্বরে নেমে এসেছে ৬.৫৬ শতাংশে যা অগাস্টে ছিল ৯.৯৪ শতাংশ। কিন্তু গম, চাল, অড়হর ডাল ও চিনির দাম সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে। যে কারণে রান্নাঘরের বাজেট বেড়েছে (Central Government employees)। এমতাবস্থায় মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে আপাত স্বস্তি পাবেন সরকারি কর্মীরা। অর্থ মন্ত্রক দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নন প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস (অ্যাড-হক বোনাস) দেওয়ার ঘোষণা করেছে। নন-গেজেটেড কর্মচারী (নন গেজেটেড এমপ্লয়িজ) যারা কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি এবং গ্রুপ সি-এর অধীনে পড়েন, যারা কোনও প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিমের আওতায় নেই, তাদেরও এই বোনাস দেওয়া হবে। অ্যাডহক বোনাসের সুবিধা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সব যোগ্য কর্মীরাও পাবেন।