SSC SCAM: মাসের পর মাস হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু, সারপ্রাইজ ভিজিট ED-র

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকুর গত অগাস্ট মাসে বাইপাস সার্জারির হয়। এরপর জেলে ফেরার কিছুদিনের মধ্যেই ফের বুকে ব্যাথা শুরু হয় তার।

SSC SCAM: মাসের পর  মাস হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু, সারপ্রাইজ ভিজিট ED-র
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে এসএসকেএমে সারপ্রাইজ ভিজিট ইডির। মঙ্গলবার আচমকা রাজ্যের এই হাইপ্রোফাইল হাসপাতালে পৌঁছে যান ইডির ৩ আধিকারিক। ED আধিকারিকরা সরাসরি কালীঘাটের কাকুর কেবিনে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এছাড়াও সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তলব করে ইডি। 

জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকুর গত অগাস্ট মাসে বাইপাস সার্জারির হয়। এরপর জেলে ফেরার কিছুদিনের মধ্যেই ফের বুকে ব্যাথা শুরু হয় তার। এরপর আদালতের নির্দেশে তাকে ভর্তি করা হয় SSKM হাসপাতালে। তারপর থেকে তিনি টানা ২ মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। যারফলে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না ইডি। সেই সব নথি নিয়ে আলাদাভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে বলে  জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে। 

প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার কিছুদিনের পর থেকেই অসুস্থ বোধ করেন সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু। তখনই তাকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা পরীক্ষা-নিরিক্ষার পর জানিয়েছিলেন, তাঁর অস্ত্রোপচার প্রয়োজন। সুজয়কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী, বেসরকারি হাসপাতালে করা হয় তাঁর অপারেশন। সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে।