Bengal Budget 2023: ৩ শতাংশ ডিএ ঘোষণা বাজেটে, 'ভিক্ষা' বলে কটাক্ষ BJP-র

২০২৩-২০২৪ অর্থবর্ষের বাজেট অনুযায়ী আগামী মার্চ মাস থেকে তিন শতাংশ বর্ধিত হারে DA পাবেন সরকারী কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা।

Bengal Budget 2023: ৩ শতাংশ ডিএ ঘোষণা বাজেটে, 'ভিক্ষা' বলে কটাক্ষ BJP-র

ট্রাইব টিভি ডিজিটাল: দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। তারই মধ্যে বুধবার বিধানসভায় পেশ করা হয় রাজ্য বাজেট। বুধবার বিধানসভায় বাংলার বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় বাজেটের পর বাংলার বাজেট নিয়ে প্রথম থেকেই নজরে ছিল 'মহার্ঘ ভাতা'(DA)। এদিন বাজেটে সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের সকল সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ হারে বর্ধিত মহার্ঘ ভাতা প্রদানের কথা ঘোষণা করেন তিনি। 

জানা গিয়েছে, ২০২৩-২০২৪ অর্থবর্ষের বাজেট অনুযায়ী আগামী মার্চ মাস থেকে তিন শতাংশ বর্ধিত হারে DA পাবেন সরকারী কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা। এদিকে বুধবার রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষনা করা হলেও, রাজ্য ও কেন্দ্রের ডিএ'র ফারাক এখনও ৩১ শতাংশ। যারফলে এদিন অর্থমন্ত্রীর ডিএ বৃদ্ধির ঘোষণায় সন্তুষ্ট নন অনশনকারী সরকারি কর্মীরা। তাঁরা মুখ্যমন্ত্রীর এই ডিএ গ্রহণ করছেন না বলেও জানিয়ে দেন। এদিকে বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনারে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের অনশন আন্দোলনের বুধবার ষষ্ঠ দিন। আগামী মার্চ মাস থেকে বর্ধিত হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হলেও তাতে মোটেও খুশি নন সরকারি কর্মচারীরা। যারফলে এদিনও পঞ্চায়েত ভোটে কাজ না করা এবং লাগাতার কর্মবিরতির চরম হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মীরা। ভোটের কাজ না করার কথা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর পরও ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র তফাত এখনও ৩২ শতাংশ। দিন দিন এই ফারাক বাড়ছে। অথচ বকেয়া দিচ্ছে না রাজ্য।  আর এই ডিএ নিয়ে অনশন আন্দোলনের ৬ দিন আর সরকারি কর্মীদের আন্দোলন আজ পড়ল ২০ দিনে। ইতিমধ্যে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন দুজন। তাঁরা হাসপাতালে ভর্তি। 

অন্যদিকে রাজ্যের ডিএ বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য BJP-র সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন,''চিরকুট দিয়ে DA ঘোষণা। তাহলেই বুঝে দেখুন এই সরকারের কী অবস্থা। কেন্দ্র আরও ৪ শতাংশ ডিএ বাড়াচ্ছে। সেখানে রাজ্য বাড়িয়েছে মাত্র ৩ শতাংশ। ফলে এখনও রাজ্য সরকারী কর্মচারীদের বকেয়া ডিএ-র ফারাক দাঁড়াবে ৩৯ শতাংশ।'' রাজ্য তিন শতাংশ ডিএ বাড়িয়ে ভিক্ষা দিয়েছে বলেও কটাক্ষ করেন সুকান্ত। কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের DA দিতে কার্পণ্য কেন? এই প্রশ্ন তোলার পাশাপাশি অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর দাবিও জানান তিনি। 

আগামী ১৭ ফেব্রুয়ারি DA বৃদ্ধির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত রাজ্য সরকারী কর্মচারীরা। তাঁদের এই আন্দোলনে পাশে থাকার পাশাপাশি নৈতিক সমর্থনও বিজেপির থাকবে বলেও বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য BJP-র সভাপতি সুকান্ত মজুমদার।