Bihar Train Accident: বক্সারে ট্রেন দুর্ঘটনায় বাতিল বহু ট্রেন, কোন পথ দিয়ে পৌঁছবেন গন্তব্যে জানুন

বিহারের বক্সারের কাছে মর্মান্তিক এই ঘটনায় চরম দুর্ভোগে যাত্রীরা। উৎসবের মরশুমে ঘুরতে বেরিয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষজন। পরপর একাধিক ট্রেন বাতিল করে দেওয়ায় একের পর এক স্টেশনে বাড়ছে যাত্রীদের ভিড়।

Bihar Train Accident: বক্সারে ট্রেন দুর্ঘটনায় বাতিল বহু ট্রেন, কোন পথ দিয়ে পৌঁছবেন গন্তব্যে জানুন
ট্রেন দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল

ট্রাইব টিভি ডিজিটাল: করমণ্ডলের স্মৃতি উসকে ফের আরও এক রেল দুর্ঘটনা। বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে নর্থ ইস্ট এক্সপ্রেস। বুধবার রাত পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনার মুখে পড়ে নর্থ ইস্ট এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। একটি কামরার উপরে উঠে যায় আরেকটি কামরা। ওড়িশার বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর যে চিত্রটা দেখা গিয়েছিল, বৃহস্পতিবার সকালে সেই দৃশ্যই দেখা গেল বিহারের বক্সারে।

সূত্রের খবর,  বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছেই লাইনচ্যুত হয় দিল্লি থেকে কামাক্ষ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেস।  দুর্ঘটনায় এখনও অবধি ৪ যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ৭০ জন। এদের মধ্যে প্রায় ৩০ জন যাত্রীর অবস্থা সঙ্কটজনক। গতকাল রাত থেকেই শুরু হয় উদ্ধারকাজ। এ দিন সকালে শুরু হল রেললাইন মেরামতির কাজ। এদিকে, রেল দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। রুট পরিবর্তনও করা হয়েছে বিভিন্ন ট্রেনের। এদিকে বুধবার রাতের দুর্ঘটনার কথা বলতে গিয়ে, North East Express-এর গার্ড বিজয় কুমার বলেন, ''তখন রাত ১০টা হবে। আমি কাগজপত্র নিয়ে আমার কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ মনে হল, ড্রাইভার যেন জোরে ব্রেক কষল। তারপর আর কিছু মনে নেই। আমি নিজেকে একটি খোলা মাঠের মধ্যে আবিস্কার করলাম। স্থানীয় গ্রামবাসীরা সেই সময় আমার চোখে মুখে জল ছেটাচ্ছিলেন।'' 

এদিকে, বিহারের বক্সারের কাছে মর্মান্তিক এই ঘটনায় চরম দুর্ভোগে যাত্রীরা। উৎসবের মরশুমে ঘুরতে বেরিয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষজন। পরপর একাধিক ট্রেন বাতিল করে দেওয়ায় একের পর এক স্টেশনে বাড়ছে যাত্রীদের ভিড়। জানা গিয়েছে,  গতকালই ২টি ট্রেন বাতিল ও ২১টি ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছিল। এদিন আপ ও ডাউন লাইন মিলিয়ে আরও কিছু ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। যে ট্রেনগুলির রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে, তার মধ্যে হাওড়াগামী পূর্বা এক্সপ্রেস, শ্রমজীবী এক্সপ্রেস, তেজস রাজধানী এক্সপ্রেস, ফারাক্কা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন।