তৃণমূল প্রার্থী হয়েই মমতাকে ধন্যবাদ ইউসুফ পাঠানের , দরিদ্র-বঞ্চিতদের হয়ে আওয়াজ তুলতে চান প্রাক্তন নাইট ব্যাটার

প্রার্থী হয়েই দলনেত্রী এবং সেকেন্ড ইন কম্যান্ডের সঙ্গে ব্রিগেডের র‍্যাম্পে হাঁটার পরই সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

তৃণমূল প্রার্থী হয়েই মমতাকে ধন্যবাদ ইউসুফ পাঠানের , দরিদ্র-বঞ্চিতদের হয়ে আওয়াজ তুলতে চান প্রাক্তন নাইট ব্যাটার
লোকসভায় তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান

ট্রাইব টিভি ডিজিটাল: রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের রাজ্যে ৪২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক সকলকে চমকে দিয়ে অধীর চৌধুরীর গড় বলে পরিচিত বহরমপুরে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে দীর্ঘদিন খেলা ইউসুফ পাঠানকে। রাজনীতিতে অভিষেকেই কঠিন লড়াই ও চ্যালেঞ্জ মারকুটে এই ব্যাটারের কাছে। তবে ২২ গজে যেভাবে প্রতিপক্ষ বোলারদের পাঠিয়েছেন মাঠের বাইরে রাজনীতির ময়দানেও সেই কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত ইউসুফ। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Trinamool-congress-has-released-the-complete-list-of-candidates-for-42-seats-in-the-Lok-Sabha-elections-2024

প্রার্থী হয়েই দলনেত্রী এবং সেকেন্ড ইন কম্যান্ডের সঙ্গে ব্রিগেডের র‍্যাম্পে হাঁটার পরই সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তৃণমূলের প্রার্থী হওয়ার পরই নিজের এক্স হ্যান্ডেলে ইউসুফ লিখেছেন 'আমি চিরকালের জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে TMC পরিবারে স্বাগত জানিয়েছেন ও পার্লামেন্টে জনগণের কন্ঠস্বর হওয়ার দায়িত্বে আমার প্রতি বিশ্বাস রেখেছেন। জনগণের প্রতিনিধি হিসেবে দরিদ্র ও বঞ্চিতদের উন্নতিসাধন আমাদের কর্তব্য, এবং আমি আশা করি সেটা অর্জন করতে পারব।'

 জল্পনা আগেই শোনা গিয়েছিল। অবশেষে রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে সেই জল্পনায় সিলমোহর দিলো তৃণমূল কংগ্রেস। ২০২৪ লোকসভা ভোটের ৪২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করে দিলেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য ঘোষিত প্রার্থী তালিকায় চমকের শেষ নেই। যে সময়ে প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়েই ৪২ আসনের প্রার্থীদের সঙ্গে নিয়ে ব্রিগেড ময়দানের র‌্যাম্পে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়।