লকেট বনাম রচনা, দুই অভিনেত্রীর লড়াইয়ে জমজমাট হুগলি

সিনে পর্দায় নয় এবার মুখোমুখি লড়াইয়ে দুটি অভিনেত্রী। একজন রাজনীতির ময়দানে আসার পর অভিনয় জগতের সঙ্গে ধীরেধীরে সরে আসেন। দলও তাঁকে প্রথমে মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব দেন। বিস্তারিত পড়ুন...

লকেট বনাম রচনা, দুই অভিনেত্রীর লড়াইয়ে জমজমাট হুগলি
হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।।

ট্রাইব টিভি ডিজিটাল: সিনেমার পর্দায় একসঙ্গে একাধিক ছবিতে দেখা গেছে তাঁদের। কিন্তু এবার রাজনীতির ময়দানে সম্মুখ সমরে। হুগলিতে এবার নির্বাচনী লড়াই জমজমাট।  বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দোপাধ্যায় (Rachana Banerjee)। 

সিনে পর্দায় নয় এবার মুখোমুখি লড়াইয়ে দুটি অভিনেত্রী। একজন রাজনীতির ময়দানে আসার পর অভিনয় জগতের সঙ্গে ধীরেধীরে সরে আসেন। দলও তাঁকে প্রথমে মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব দেন। তারপর হুগলি কেন্দ্রে তৃণমূলের দুঁদে রাজনৈতিক রত্না দে নাগের বিরুদ্ধে প্রার্থী করে দেয়। কঠিন সেই লড়াই জিতে সাংসদও হয়ে যান লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

আরও পড়ুন:  https://www.tribetv.in/Former-cricketer-Yusuf-pathan--as-a-candidate-of-tmc-berhampur-Constituency-lok-sabha-election-2024

বর্তমানে অভিনেত্রী সত্ত্বা সরিয়ে রাজনৈতিক হিসেবে ময়দানে তিনি। আর এবার তাঁর বিরুদ্ধে ঘাসফুলের প্রার্থী দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা বন্দোপাধ্যায়।  দিন কয়েক আগে তাঁর অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই জল্পনা শুরু হয় তার তৃণমূল প্রার্থী হওয়া নিয়ে। রবিবার ব্রিগেডের ময়দান থেকে হুগলি আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা হয়। ফলে স্বাভাবিক ভাবেই জমজমাট হুগলি লোকসভা কেন্দ্রের লড়াই। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Trinamool-congress-has-released-the-complete-list-of-candidates-for-42-seats-in-the-Lok-Sabha-elections-2024

প্রার্থী তালিকা ঘোষণায় এই অভিনবত্ব নজর কেড়েছে। এত দিন দস্তুর ছিল, দলীয় কার্যালয়ে বসে প্রার্থিতালিকা ঘোষণা করার। মমতাও দীর্ঘদিন এই নীতি অনুসরণ করেছেন। সাধারণত, নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার দিন বা তার পর দিন প্রার্থীদের নাম ঘোষণা করে দিতেন মমতা। এ বার তাতেও ব্যতিক্রম। রবিবারের ব্রিগেড সমাবেশের বিশাল মঞ্চ থেকে এক এক করে প্রার্থীদের নাম পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর প্রার্থীদের সঙ্গে নিয়ে র‌্যাম্পে হেঁটে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন দলনেত্রী মমতা।