IPL 2024: সাকিব-লিটন, শার্দুল, উমেশদের ছেড়ে দিল KKR

আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিল কেকেআর। সাকিব আল হাসান, লিটন দাস, উমেশ যাদব, শার্দুল ঠাকুর সহ মোট ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর।

IPL 2024:  সাকিব-লিটন, শার্দুল, উমেশদের ছেড়ে দিল KKR
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: সাকিব, লিটন, শার্দুল, উমেশদের ছেড়ে দিল KKR। রাসেল, সুনীলদের ওপর আবারও আস্থা শাহরুখের ফ্র্যাঞ্চাজির। আগামী আইপিএলের (IPL) আগেই ঘর গোছানোর কাজ শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। দুদিন আগেই আইপিএল চ্যাম্পিয়ন করা প্রাক্তন অধিনায় গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) মেন্টর করে লখনউ থেকে ঘরে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

এবার আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিল কেকেআর। সাকিব আল হাসান, লিটন দাস, উমেশ যাদব, শার্দুল ঠাকুর সহ মোট ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর। কেকেআরের রিলিজ করা ক্রিকেটারের তালিকায় রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড ওয়াইজ, আর্য দেশাই, এন জগদীশান, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুশন, উমেশ যাদব, টিম সাউদি, জেসন চার্লস। তবে ১৩জন ক্রিকেটারকে রিটেন বা ধরে রাখল নাইট রাইডার্স। কেকেআর-এর রিটেন ক্রিকেটারের তালিকায় রয়েছেন, নীতিশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, জেসান রয়, সুযশ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হরসিত রানা, বৈভব অরোরা এবং বরুন চক্রবর্তী।

সূত্রের খবর, গত বারের আইপিএলে (IPL) কলকাতা সে ভাবে নজর কাড়তে পারেনি। ওপেনার নিয়ে বার বার ভুগতে হয়েছিল তাদের। গুরবাজের সঙ্গে কে ওপেন করবেন তা ঠিক করতে পারেনি কেকেআর। এ বারে প্রথম থেকেই জেসন রয়কে পাবে তারা। যারফলে গুরবাজ ও জেসন ওপেনার হিসাবে খেলতে পারেন। না হলে নিলামে কোনও ভারতীয় ওপেনারের দিকে নজর দিতে পারে KKR। বিদেশি পেসারও কিনতে পারে তারা। সাউদি, ফার্গুসন এবং উইজ়াকে ছেড়ে দেওয়ায় অন্তত এক জন বিদেশি পেসার কিনতেই পারে কেকেআর (KKR)।