কোচিং থেকে ফেরার পথে গৃহবধূকে হেনস্তার অভিযোগ

গৃহবধূর  বাপের বাড়ি বালুরঘাটের বিবেকান্দপল্লী এলাকায়। শনিবার সুকান্ত কলোনী এলাকায় চাকরি পরীক্ষার টিউশন পড়তে গিয়েছিলেন তিনি।

কোচিং থেকে ফেরার পথে গৃহবধূকে হেনস্তার অভিযোগ

 ট্রাইব টিভি ডিজিটাল: গলায় ব্লেড ধরে এক গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বালুরঘাট শহরের সুকান্ত কলোনী এলাকায়। শুধুমাত্র শ্লীলতাহানি নয় ওই গৃহবধূকে মারধরও করা হয়। ঘটনায় ওই গৃহবধূ বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গিয়েছে ।

 শনিবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেতেই বালুরঘাট থানায় এই বিষয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গিয়েছে,  বালুরঘাটের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ঐ মহিলা রাজ্য পুলিশে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সে কারণে পাশ্ববর্তী সুকান্ত কলোনীর এক শিক্ষকের কাছে প্রাইভেট কোচিং নেন।  প্রাইভেট টিউশনে যাওয়ার পথে এর আগেও ওই মহিলাকে অভিযুক্ত যুবকরা রাস্তায় কটুক্তি করেছিল। এরপর টিউশনের সময় পাল্টে সকালে করা হয়। তারপরেও এই ঘটনা প্রকাশ্যে দিবালোকে ঘটেছে।

ঐ গৃহবধূর  বাপের বাড়ি বালুরঘাটের বিবেকান্দপল্লী এলাকায়। শনিবার সুকান্ত কলোনী এলাকায় চাকরি পরীক্ষার টিউশন পড়তে গিয়েছিলেন তিনি৷ টিউশন শেষে বাড়ি ফেরার পথে রাস্তা আটকায় কিছু যুবক। প্রথমে গৃহবধূকে ঘিরে অশ্লীল মন্তব্য করা হয়৷ এরপর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।  এমনকি মারধরও করা হয়। 

এরপর তিনি চিৎকার করতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। পরিস্থিতি বেগতিক বুঝে এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুস্কৃতীরা।

 এই বিষয়ে বালুরঘাটের ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ জানান, বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই বালুরঘাট থানার পুলিশ তদন্তে নেমেছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।