রোজ এক গ্লাস ম্যাজিক ওয়াটার, যৌন ইচ্ছাকে কয়েকগুণ বৃদ্ধি করবে এলাচ

তিন অক্ষরের এই এলাচ খাবারের স্বাদ-গন্ধ যেমন অতুলনীয় করে তোলে তেমনই এর রয়েছে বহু গুণ। জানলে আপনি অবাক হবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক এলাচের উপকারীতা। 

রোজ এক গ্লাস ম্যাজিক ওয়াটার, যৌন ইচ্ছাকে কয়েকগুণ বৃদ্ধি করবে এলাচ

ট্রাইব টিভি ডিজিটাল: প্রতিদিনের দৌড়ঝাপের জীবনে নিজেকে সুস্থ রাখা ভীষণ জরুরি। যুগ যেভাবে পাল্টাচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা প্রায় প্রত্যেকেই হাঁফিয়ে উঠছি। অবসোর যাপনের ফুরসত মেলে না ঠিকমতো, তার উপর আবার রূপচর্চা! 

নিজেকে সুন্দর রাখতে রূপচর্চা জরুরি। এছাড়াও শরীর স্বাস্থ্য সর্বোপরি মন ভালো রাখতে শরীরের যত্ন নেওয়া ভীষণ দরকার। কিন্তু আজকালকার দিনে ৭'টা৫'টার ডিউটি ঘর-বাইর সামলে সময় হয়ে ওঠে না নিয়ম করে পার্লারে যাওয়ার। কিন্তু সব সময় রূপচর্চা বা শরীরের যত্ন নিতে আপনাকে পার্লার, বা স্পা স্যালনে যেতে হবে এমনটা কিন্তু নয়। ঘরে বসেও কাজের মধ্যেও নেওয়া যায় নিজের যত্ন। আর তার ওষুধ রয়েছে নিজেদের বাড়িতে। শুধু তাই নয়, বাড়ির সব থেকে পরিচিত জায়গা রান্নাঘরে। 

যে কোনও গৃহস্থ বাড়ির রান্নাঘরে কী কী জিনিস থাকে তা বলাই বাহুল্য। প্রায় প্রতি বাড়িতে রান্নাঘরে মশলাদানিতে  'এলাচ' নামক এই সুগন্ধী বস্তুটি থাকে। তিন অক্ষরের এই এলাচ খাবারের স্বাদ-গন্ধ যেমন অতুলনীয় করে তোলে তেমনই এর রয়েছে বহু গুণ। জানলে আপনি অবাক হবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক এলাচের উপকারীতা। 

 1.এলাচে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে। 2. নিয়মিত ২ দু'টি এলাচ দুধে দিয়ে ফুটিয়ে খাবেন। এলাচে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা 
স্মৃতিশক্তিকে তীক্ষ্ন করে। 3. এলাচে এমন কিছু পুষ্টিগুণ আছে যা ক্যানসারের কোষগুলি বৃদ্ধি পেতে দেয় না। 4.এলাচে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল, যা মাড়ি ও দাঁতের খুব উপকার করে।


5.যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা  এলাচ খেতে পারেন। এটি উচ্চ রক্তচাপের বেশ কার্যকরী। 6. এলাচে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা কোলেস্টেরল হ্রাস করতে সাহায্য করে। এটি হার্টের জন্য বেশ ভাল। 7.এলাচ হজমের সমস্যাকে উন্নত করে। 8. বাহির থেকে আসে সমস্ত বিষক্রিয়া শরীর থেকে দূর করে। 

9.শ্বাসকষ্ট জনিত কোনও সমস্যা থাকলে এলাচ খেতে পারেন। 10. যাদের খিদের সমস্যা রয়েছে তারা এলাচ ব্যবহার করতে পারেন। এটি খাবার খাওয়ার প্রতি ইচ্ছে ও খিদে বৃদ্ধিতে সাহায্য করে। 11. ১কাপ গরম জলে ১চা চামচ এলাচ গুড়ো মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন,তারপর খাবেন। এতে হেঁচকির সমস্যায় উপমশ পাবেন। 12. এলাচে আছে সিনেওল। যা যৌন ইচ্ছাকে বৃদ্ধি করে। এলাচ বন্ধ্যাত্ব থেকে মুক্তি দেয়।