Kolaghat Shootout: জাতীয় সড়কের উপর গুলিতে ঝাঁঝরা স্বর্ণ ব্যবসায়ী, CBI তদন্তের দাবি পরিবারের

সোমবার রাত সাড়ে ৮'টা দেউলবাড় গ্রামের কাছে ৬ নং জাতীয় সড়কে শ্যুট আউট। টাকা নিয়ে চম্পট দেয় আততায়ীরা। মোট তিনটি বাইকে করে দুষ্কৃতীরা তার গাড়ি আটকে তার ব্যাগ ছিনতাই করে। বিস্তারিত পড়ুন...

Kolaghat Shootout: জাতীয় সড়কের উপর গুলিতে ঝাঁঝরা স্বর্ণ ব্যবসায়ী, CBI তদন্তের দাবি পরিবারের
৬ নং জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

ট্রাইব টিভি ডিজিটাল: রাজ্যে ফের শ্যুট আউট (West Bengal News)। জাতীয় সড়কের উপর গুলিতে ঝাঁঝরা স্বর্ণ ব্যবসায়ী (Kolaghat Shootout)। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ৬ নম্বর জাতীয় সড়ক (NH-6)। জানা গিয়েছে, সোমবার রাতে কোলাঘাটের দেউলবাড় এলাকার এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। আতঙ্কিত গ্রামবাসীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর জেরে জাতীয় সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  

পুলিশ ও পরিবার সূত্রে খবর, নিহত ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম সমীর পড়িয়া (৩৭)। পাঁশকুড়া থানার উত্তর জিঞাদা এলাকার বাসিন্দা। বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ৬ নম্বর জাতীয় সড়কের পাশেই স্থানীয় জিঞাদা বাজার এলাকাতে তার একটি সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সাড়ে ৮টা নাগাদ তিনি বাইক চালিয়ে জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। জাতীয় সড়কের ওপর কোলাঘাট থানার দেউলবাড়ে নির্জন এলাকায় তাঁর ওপর আক্রমণ চালায় দুষ্কৃতীদের একটি দল।

জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৮'টা দেউলবাড় গ্রামের কাছে ৬ নং জাতীয় সড়কে শ্যুট আউট। টাকা নিয়ে চম্পট দেয় আততায়ীরা। মোট তিনটি বাইকে করে দুষ্কৃতীরা তার গাড়ি আটকে তার ব্যাগ ছিনতাই করে। ব্যাগের মধ্যে সোনা সহ বেশ কয়েক লক্ষ টাকা ছিল বলে জানা গিয়েছে। দুষ্কৃতীদের সঙ্গে ধাক্কাধাক্কি হলে তখনই গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর স্থানীয় এলাকাবাসীরা ৬ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে। এদিকে মৃত ব্যবসায়ীর বাবা ও পরিবারের দাবি, লুঠের সময় কাউকে চিনে ফেলায় খুন, সন্দেহ পরিবারের । CBI তদন্তের দাবি নিহত ব্যবসায়ীর পরিবারের।  লুঠের উদ্দেশ্যেই খুন, নাকি অন্য কোনও কারন? পুলিশ নিস্ক্রিয়তার দাবি নিহত ব্যবসায়ীর বাবার।