Kolkata News: আবাসন থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির গলাকাটা দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। দুজনের শারীরিক অসুস্থতার জেরে অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। আরও পড়ুন...

Kolkata News: আবাসন থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির গলাকাটা দেহ,  মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
নোনাডাঙ্গার এই আবাসন থেকেই উদ্ধার হয় দম্পতির দেহ।।

ট্রাইব টিভি ডিজিটাল: শহরে ফের বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু। আবাসন থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ। স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুনের পর নিজেও আত্মঘাতী হন ওই বৃদ্ধার অসুস্থ স্বামী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, কলকাতার আনন্দপুরের নোনাডাঙার বাল্মিকী আবাসনে। বহু পুরোনো ওই আবাসন থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে বাড়ছে রহস্য! মৃতের নাম গীতা সমাদ্দার (৬০), অমূল্য সমাদ্দার (৭৭)। 

পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। দুজনের শারীরিক অসুস্থতার জেরে অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। দুটি দেহই উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুধু তাই নয়, মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও জানা গিয়েছে, নোনাডাঙার বাল্মীকি আম্বেদকর আবাসন। মঙ্গলবার সকালে এখান থেকেই বৃদ্ধ দম্পতির (Old couple) দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখানে থাকত সমাদ্দার পরিবার। ৭৭ বছরের অমূল্য সমাদ্দার ও ষাটের গীতাদেবীর দুই মেয়ে বিবাহিত। তাঁরা মাঝেমধ্যে আসতেন বাবা-মায়ের কাছে। পক্ষাঘাতে (Paralysis) আক্রান্ত গীতাদেবী গত ১০ বছর ধরে অসুস্থ, প্রায় শয্যাশায়ী। স্ত্রীর দেখভাল করতেন অমূল্যবাবু। কিন্তু কয়েকদিন আগে তাঁর হৃদযন্ত্রের অসুখ ধরা পড়ে। চিকিৎসকরা আজই তাঁকে পরীক্ষা করতে বলেছিলেন। কিন্তু ডাক্তারি পরীক্ষার বদলে অমূল্যবাবুর মৃতদেহ উদ্ধার হয়। আর যা নিয়ে ওই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।