KIFF 2023: আজ থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁঁদের হাট

চলতি বছর চলচ্চিত্র উৎসবে বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন (Mrinal Sen), দেব আনন্দ (Deb Anand), মুকেশ ও শৈলেন্দ্রর মতো কিংবদন্তি শিল্পীদের। বিস্তারিত জানুন...

KIFF 2023: আজ থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁঁদের হাট
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আজ থেকে শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF2023)। মঙ্গলবার বিকেলে থেকে নেতাজি ইন্ডোরে পড়বে ছবি উৎসবের ঢাকে কাঠি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট, সোনাক্ষী সিনহা সহ একঝাঁক তারকা। উপস্থিত থাকবেন টলি তারকারাও। এ বছরের চলচ্চিত্র উৎসবে 'থাই গার্ল' হচ্ছেন কৌশানী মুখোপাধ্যায়। নৃত্য পরিবেশনা করবেন ডোনা গঙ্গোপাধ্যায়ও (Dona Ganguly)। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের ঢাকে কাঠি পড়লেও সিনেমা শুরু হবে উত্তমকুমার তনুজা অভিনীত 'দেয়া নেয়া' ছবি দিয়ে। 

এবারের উদ্বোধনী মঞ্চে সলমনের (Salman Khan) সঙ্গী হবেন ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা। সোনাক্ষীর বাবা তথা তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহাও (Bollywood News) উপস্থিত থাকবেন কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata Film Festivals 2023)। আসছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান (Kamal Hasan)। আবার বলিউডের ‘ঝাক্কাস ম্যান’ অনিল কাপুরকেও দেখা যাবে। এছাড়াও উপস্থিত থাকবেন মহেশ ভাট। মঙ্গলবার ভোর পাঁচটায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন সলমন খান। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে সেখানে স্বাগত জানান মন্ত্রী বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রক্ষা করেই উৎসবের উদ্বোধনে যোগ দিচ্ছেন বলিউডের 'টাইগার'। 

সূত্রের খবর, চলতি বছর চলচ্চিত্র উৎসবে বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন (Mrinal Sen), দেব আনন্দ (Deb Anand), মুকেশ ও শৈলেন্দ্রর মতো কিংবদন্তি শিল্পীদের। চলচ্চিত্র উৎসবের বিশেষ আলোচনা সভায় উপস্থিত থাকবেন মনোজ বাজপেয়ী, সুধীর মিশ্রর মতো ব্যক্তিত্বরা। দেখানো হবে ৩৯টি দেশের ২১৯ টি ছবি। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি স্পেন (Spain)। আর ক্লোজিং সেরিমনিতে আসছেন অদিতি রাও হায়দরি।