Tarapith 2023: এখানেই সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা, ভক্তদের ঢল নেমেছে তারাপীঠে

ভোরবেলা তারা মা-কে স্নান করিয়ে শুরু হয় পুজোপাঠ। ছোলা, মুড়কি, ফল, সরবত দিয়ে নিবেদন করা হয় শীতল ভোগ। মা-কে রাজবেশে সাজানোর পর শুরু হয় মঙ্গলারতি।

Tarapith 2023: এখানেই সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা, ভক্তদের ঢল নেমেছে তারাপীঠে
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: শ্যামা উৎসবে মেতেছে বাংলা। আর প্রতি বছরের  মতো এ বছরও কালীপুজোর দিনে তারাপীঠে ভক্তদের ঢল। ৫১ পীঠের অন্যতম সিদ্ধপীঠে মায়ের পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ হওয়ার আশায় রবিবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত। তারা মায়ের সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। মন্দিরে পুজো করতেন আর শ্মশানে সাধনা।

রামকৃষ্ণের যেমন দক্ষিণেশ্বর তেমনই বামাক্ষ্যাপার তারাপীঠ। মনস্কামনা পূর্ণ হওয়ার বাসনায় বছরভর ভক্তরা আসেন এই সিদ্ধপীঠে। তবে, কালীপুজোর দিনটার তাত্‍পর্য একেবারেই অন্যরকম। এদিন ভোরবেলা তারা মা-কে স্নান করিয়ে শুরু হয় পুজোপাঠ। ছোলা, মুড়কি, ফল, সরবত দিয়ে নিবেদন করা হয় শীতল ভোগ। মা-কে রাজবেশে সাজানোর পর শুরু হয় মঙ্গলারতি। এই কালীপুজোর রাতেই তন্ত্র সাধকরা মা তারার সিদ্ধি লাভের আশায় তন্ত্র সাধনায় মেতে ওঠেন।

কালীপুজোকে কেন্দ্র করে জমজমাট বীরভূমের তারাপীঠ। আজ ভোর ৫টাতেই খুলে গিয়েছে মন্দিরের দরজা। তেল, অগরু, ডাবের জল, কারণবারি দিয়ে স্নান সেরেছেন তারা মা। তারা মাকে রাজবেশে সাজিয়ে আজ বিশেষ পুজো। তন্ত্রমতে এখানে মায়ের আরাধনা হয়। আজ মায়ের শীতল ভোগে ছোলা, সন্দেশ ও মিছরির শরবত। এছাড়াও ফি বার কালীপুজোর এই বিশেষ দিনে তারা মায়ের ভোগে থাকে পোলাও, সাদা ভাত, খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, পাঁচ মিশালির তরকারি, মাছ, পাঁঠার মাংস, চাটনি, পায়েস এবং মিষ্টি। পোড়া শোলমাছ থাকে মায়ের ভোগে। কালীপুজোর সন্ধেয় বিশেষ সন্ধ্যারতির মধ্য দিয়ে তারা মায়ের বিশেষ পুজো হয়। দুপুরে কিছুক্ষণের জন্য গর্ভগৃহ বন্ধ রেখে মা তারা কে অন্য ভোগ নিবেদন করা হয়, ভোগে থাকে  পোলাও, ফ্রাইড রাইস,খিচুড়ি, সাদা অন্ন, পাঁচরকম ভাজা, তিন রকম তরকারি, পায়েস, শোল মাছ পোরা, ও মাছ ভাজা, বলির মাংস দিয়ে হয় মায়ের ভোগ। দিনভোর ভক্তদের আনাগোনা চললেও সন্ধারতির সময় উপচে পড়ে ভিড়।

এদিন সন্ধেয় মা-কে বেনারসি শাড়িতে রাজবেশে সাজানো হয়। লুচি, সুজি, আলুভাজা,পাঁচরকম ফল, পাঁচরকম মিষ্টি, ক্ষীর ভোগ দেওয়া হয়। প্রসাদ গ্রহণ করেন ভক্তরা। তারপর তন্ত্রমতে মায়ের নিশিপুজো। প্রধান এই পুজোয় লাগে শোল মাছ, ছাগ মাংস এবং কারণবারি। শ্মশানে যজ্ঞ করেন তন্ত্রসাধকরা। এবং সন্ধ্যে  নামতেই শয়ে শয়ে হোমকুণ্ড জ্বলে ওঠে তারাপীঠ মহাশ্মশানে, এই কালীপুজোর রাতেই তন্ত্র সাধকরা মা তারার সিদ্ধি লাভের আশায় তন্ত্র সাধনায় মেতে ওঠেন।।

কালীপুজোয় জমজমাট দক্ষিণেশ্বর মন্দির। আজ ভবতারিণী মায়ের বিশেষ পুজো দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ-মা সরদার স্মৃতি বিজড়িত এই মন্দিরে কালীপুজোর দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় মন্দিরে। প্রতি বছরের মতো মা ভবতারিণীর পুজো দেখতে ভক্তদের ঢল নেমেছে মন্দিরে। ভোর সাড়ে ৫টায় খুলে গিয়েছে মন্দিরের দরজা। এরপর বিশেষ আরতির বন্দোবস্ত ছিল। তারপর থেকে শুরু ভবতারিণী মায়ের পুজো। আজ কালীপুজোর সন্ধেয় মন্দিরে সন্ধ্যারতি ও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।