Mahua Moitra News: দামি উপহার থেকে বিদেশে বেড়ানোর খরচ! মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক 'বিশেষ বন্ধু'

হীরানন্দানি গ্রুপের কাছে আর্থিক সুবিধা নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করেছেন Mohua Moitra। বিস্তারিত জানতে আরও পড়ুন...

Mahua Moitra News: দামি উপহার থেকে বিদেশে বেড়ানোর খরচ! মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক 'বিশেষ বন্ধু'
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আরও বিপাকে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। শিল্পপতি দর্শন হীরা নন্দানি এফিডেভিট করে মহুয়া মিত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। হিরানন্দানি স্বীকার করেছেন, মহুয়া মৈত্রের সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব ছিল। সেইসঙ্গে তাকে দামী দামী উপহার দিয়েছেন এ কথাও জানিয়েছেন তার এফিডেভিতে। আদানি নিয়ে তার কাছে অনেক প্রশ্ন পাঠাতেন মহুয়া মৈত্র। হিরানন্দানির এই এফিডেফিটের ফলে বিপদ বাড়ল মহুয়া মৈত্রের। সেইসঙ্গে এফিডেফিতে লিখেছেন মহুয়া মৈত্র অত্যন্ত একগুয়ে এবং নিজের জেদে অটল থাকতেন। দামি দামি উপহারের বিনিময়ে মহুয়া মৈত্র সংসদে আদানির বিরুদ্ধে প্রশ্ন করতেন হিরানন্দানির এফিডেফিতে তা পরিষ্কার। তবে মহুয়া মৈত্র এই এফিডেফিটকে জোর করে লেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন। 

জানা গিয়েছে, হীরানন্দানি গ্রুপের কাছে আর্থিক সুবিধা নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করেছেন মহুয়া (Mohua Moitra)। দিন কয়েক আগে এই অভিযোগ তুলে জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদ সেই অভিযোগ করার পরই হীরানন্দানি গ্রুপের তরফে বিবৃতি দিয়ে সব অভিযোগ অস্বীকার করা হয়। অথচ তাঁর দিন দুয়েক বাদেই সাদা কাগজে লেখা দর্শন হীরানন্দানির একটি বিবৃতি জাতীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই বিবৃতিতে মহুয়ার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন দর্শন (Darshan Hiranandani)। যা কার্যত বিজেপি সাংসদের অভিযোগকে মান্যতা দেয়। যদিও ওই বিবৃতির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

সূত্রের খবর,  বিবৃতিতে আরও বলা হয়েছে, দর্শন হীরানন্দানি ব্যবসায়ীক সুবিধা পাওয়ার আশায় মহুয়াকে অতি দামি উপহার, বিদেশে ছুটি কাটানোর খরচ, দিল্লির বাংলো মেরামত করে দেওয়ার মতো বেশ কিছু অন্যায্য সুবিধা দিয়েছেন। সেই সঙ্গেই ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, মহুয়া নাকি দর্শন হীরানন্দানিকে সংসদের ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড পর্যন্ত দিয়েছেন। মহুয়ার হয়ে লোকসভার ওয়েবসাইটে তিনিই গৌতম আদানি ও আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন পোস্ট করেছেন। এই অভিযোগ রীতিমতো আপত্তিকর। সত্য প্রমাণিত হলে মহুয়ার সাংসদ পদ চলে যেতে পারে।