Manipur Violence: ২ মহিলাকে বিবস্ত্র করে নির্যাতন! দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারী নমোর

বৃহস্পতিবার বাদল অধিবেশনে যোগ দিতে সংসদে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে ঢোকার আগে মণিপুর ইস্যুতে মুখ খোলেন তিনি।

Manipur Violence: ২ মহিলাকে বিবস্ত্র করে নির্যাতন! দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারী নমোর
ছবি সৌজন্যে:- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: গত দু'মাস ধরে অশান্ত মণিপুর। কুকিদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ব্যাহত জনজীবন। এরই মধ্যে বুধবারের নৃশংস ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। বুধবার মণিপুরের রাস্তায় ২ মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে নিন্দায় সরব হয়েছে গোটা দেশের রাজনৈতিক মহল। আর এই নিয়ে বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী Narendra Modi। 

বৃহস্পতিবার বাদল অধিবেশনে যোগ দিতে সংসদে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে ঢোকার আগে মণিপুর ইস্যুতে মুখ খোলেন তিনি। গোটা ঘটনার কড়া সমালোচনা করে তিনি বলেন,''মণিপুরে যা ঘটেছে তা নিন্দনীয়। মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন ঘটনায় আমি দুঃখিত। এই ঘটনা দেশবাসীর মাথা হেঁট করে দিয়েছে। এই ধরনের অমানবিক, নৃশংস ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। প্রকৃত দোষীদের সাজা দেওয়া হবে। এই ধরনের ঘটনা সভ্য সমাজের কাছে লজ্জার। মণিপুরের ঘটনায় আমি ক্ষুদ্ধ, আমি ব্যথিত। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলব কড়া হাতে আইনশৃঙ্খলা রক্ষা করতে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ, চরম নিন্দনীয় ঘটনা।'' 

প্রসঙ্গত, গোষ্ঠীহিংসায় গত ২ মাসেরও বেশি সময় ধরে বিধ্বস্ত মণিপুর। বুধবার Manipur নতুন করে অশান্ত। নেপথ্যে বিতর্কিত ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। অভিযোগ, গণধর্ষণেরও শিকার হয়েছেন তাঁরা (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Tribe TV Digital)। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই অবস্থায় টুইটার-সহ যাবতীয় সোশ্যাল মিডিয়াকে কেন্দ্রের কড়া নির্দেশ, কোনওভাবেই যেন ভিডিওটি শেয়ার না করা হয়।