Coochbehar News: স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, আতঙ্কে যাত্রীরা

কোচবিহার নিউ বাসস্ট্যান্ডের ডিপোতে থাকা একটি গাড়িতে হঠাৎ শর্ট সার্কিট হয়। যার ফলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Coochbehar News: স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, আতঙ্কে যাত্রীরা

ট্রাইব টিভি ডিজিটাল:  বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আচমকা আগুন। বরাত জোরে রক্ষা পেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কোচবিহারের নিউ বাসস্ট্যান্ডের বাস চালক ও যাত্রীরা। মঙ্গলবার রাতে কোচবিহারের নিউ বাসস্ট্যান্ডে উত্তরবঙ্গ রাষ্ট্রপরিবহন সংস্থার দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎ আগুন লাগে৷ দ্রুত দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন৷

জানা গিয়েছে , কোচবিহার নিউ বাসস্ট্যান্ডের ডিপোতে থাকা একটি গাড়িতে হঠাৎ শর্ট সার্কিট হয়। যার ফলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এদিকে সেই সময় বাসে আগুন লাগার বিষয়টি ঘটনাস্থলে থাকা এক কর্মীর নজরে আসে। এরপর তিনিই দমকলে খবর দেন। শুধু তাই নয়, বাস স্ট্যান্ডে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উত্তরবঙ্গ পরিবহন রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ও। 

সূত্রের খবর, আগুন লাগা বাসের আশপাশে আরও বাস থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। দ্রুত ব্যবস্থা নেয় ডিপোতে থাকা চালক কর্মীরাও। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন এসে দ্রুত আগুন নেভানোয় হাত লাগায়। তাই বড় বিপত্তির আগেই নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু, ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে চালক-কর্মীদের মধ্যে। ব্যস্ত ওই বাস স্ট্যান্ডে বাসে যাত্রী থাকা অবস্থায় এই ঘটনাটি ঘটলে কী হত। অন্যদিকে, আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বাসটি। অনুমান, শর্ট সার্কিট থেকে লেগেছে আগুন। কেন এমন ঘটনা তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।