অগ্নিপথ বিতর্কে গোর্খা রেজিমেন্টে নিয়োগ স্থগিতের আর্জি নেপালের

বিদেশ মন্ত্রকের মুখপাত্র Arindam Bagchi বলেন, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে Nepal-র Gurkha-দের নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনা।

অগ্নিপথ বিতর্কে গোর্খা রেজিমেন্টে নিয়োগ স্থগিতের আর্জি নেপালের

ট্রাইব টিভি ডিজিটাল: কেন্দ্রীয় সরকারের 'অগ্নিপথ' নিয়ে বিতর্কের আঁচ এবার এসে পৌঁছল গোর্খা রেজিমেন্টে। নিয়োগ স্থগিতের আর্জি নেপাল সরকারের। 'Agnipath' প্রকল্পের মাধ্যমে Gurkha-দের ভারতীয় সেনায় নিয়োগ নয়। নয়াদিল্লিকে আপত্তির কথা জানাল Nepal। এছাড়াও সেনায় Gurkha-দের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখারও আর্জি জানিয়েছে Kathmandu। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে এই প্রকল্পের মাধ্যমে Gurkha-দের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় সেনা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই অবস্থায় Nepal-এর আপত্তি থাকলেও তা আর বিলম্বিত করা সম্ভব নয়। কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, সেক্ষেত্রে Kathmandu কোনও পদক্ষেপ করলে Nepal-এ মুখ থুবড়ে পড়বে Agnipath প্রকল্প। সেই সঙ্গে British আমল থেকে চলে আসা ভারতীয় সেনার সবচেয়ে দুঃসাহসী এই Regiment-কে হারানোরও আশঙ্কা থাকছে।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র Arindam Bagchi বলেন, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে Nepal-র Gurkha-দের নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনা। কিন্তু এর মধ্যেই সামনে আসে Agnipath নিয়ে Kathmandu-র আপত্তি বিষয়টি। এই প্রকল্পের মাধ্যমে Gurkha-দের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে সেখানে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত Naveen Srivasta-র কাছে ইতিমধ্যে আর্জিও জানিয়েছেন Nepal-র বিদেশমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনায় নিয়োগের ঘোষণা হতেই দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় প্রতিবাদ আন্দোলন। 

সূত্রের খবর, এই নিয়েই Narendra Modi সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে Kathmandu। তাঁদের প্রশ্ন, ভারতেই যেখানে এই প্রকল্পের বিরুদ্ধে এত আন্দোলন হচ্ছে, সেক্ষেত্রে এর মাধ্যমে Nepal-র Gurkha-দের নিয়োগের যৌক্তিকতা কোথায়? আগামী মাসে Nepal সফরে যাবেন ভারতীয় সেনাপ্রধান General Manoj Pandey। বিশেষজ্ঞদের দাবি, ‘Agnipath’ নিয়ে Nepal সরকারের প্রশ্নের মুখে পড়তে হতে পারে তাঁকে।

১৯৪৭-র ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে Nepal-র Gurkha-দের ভারতীয় সেনায় নিয়োগ করে আসছে নয়াদিল্লি। Gurkha-দের ভারতীয় সেনায় কাজ করার বিষয়ে নিয়ে ওই বছর ভারত ও Britain-র সঙ্গে চুক্তি করেছিল Nepal।