'বাংলার পঞ্চায়েত ভোটে রক্তের হোলি', নমোকে পাল্টা দিলেন মমতা

জেপি নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মণিপুরের হিংসা সহ একাধিক ইস্যুতে মুখ খোলেন নমো। তিনি বলেন, ''পশ্চিমবঙ্গের ঐতিহ্য ফেরানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব।

'বাংলার পঞ্চায়েত ভোটে রক্তের হোলি', নমোকে পাল্টা দিলেন মমতা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: পঞ্চায়েত ভোট মিটলেও শাসক-বিরোধী তরজায় এখনও উত্তপ্ত রাজ্য রাজনীতি। তবে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পঞ্চায়েত ভোট নিয়ে হিংসার আঁচ এবার জাতীয় রাজনীতিতেও। যদিও এর আগেও বহুবার বাংলার ভোট হিংসা নিয়ে শাসক শিবির TMC-কে তোপ দেগেছেন কেন্দ্রের BJP সরকার। শনিবার ভার্চুয়াল পঞ্চায়েত রাজ সম্মেলনে যোগ দিয়ে ফের তৃণমূল সরকারকে বিঁধলেন প্রধানমন্ত্রী Narendra Modi। 

এদিন জেপি নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মণিপুরের হিংসা সহ একাধিক ইস্যুতে মুখ খোলেন নমো। তিনি বলেন, ''পশ্চিমবঙ্গের ঐতিহ্য ফেরানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। বাংলার ভোটে তৃণমূল রক্তের খেলা খেলেছে। প্রস্তুতির সময় না দিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করে। বিজেপি প্রার্থীকে মনোনয়ন জমা দিতেও বাধা দেওয়া হয়েছে। যদি মনোনয়ন জমাও দিতে পারেন, তো ভোটের লড়াইতে বাধা দেওয়া হয়। প্রচারে বাধা দেওয়া হয়। শুধু বিজেপি নেতাদেরই নয়, ভোটারদেরও ভয় দেখানো হয়েছে। বিজেপি প্রার্থীদের আত্মীয়দেরও হুমকি দেওয়া হয়। ভোটে ছাপ্পা দেওয়া হয়েছে। বুথ দখলের জন্য গুন্ডাদের বরাত দেওয়া হয়। ব্যালট বক্স চুরির বরাতও দেওয়া হয়। ভোটগণনার সময় বিজেপি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও বিজেপিকে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। বাংলায় তৃণমূলের রাজনীতির এটাই পদ্ধতি।'' 

তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার পঞ্চায়েত ভোট নিয়ে অশান্তির অভিযোগ করেছে পদ্মশিবির। নিজেদের ব্যর্থতা ঢাকতে বিজেপি এই অভিযোগ করছে বলেই দাবি ঘাসফুল শিবিরের। এদিনের প্রধানমন্ত্রীর কড়া বার্তার পালটা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''কোনও তথ্যপ্রমাণ ছাড়াই কথা বলছেন নরেন্দ্র মোদী। উনি চান গরিব মানুষদের মৃত্যু হোক। শুধুমাত্র বিজেপি নেতারা বেঁচে থাকুক। আপনি দুর্নীতি নিয়ে কোনও কথা বলতে পারেন না। কারণ আপনি একাধিক দুর্নীতি ইস্যুতে যুক্ত। কখনও কখনও সাধারণ মানুষকে আপনি বোকা বানাতে পারেন। সবসময় পারবেন না। আপনার দলের নেতা-কর্মীরা বাংলার ৬৫ জনকে খুন করেছে। আর তাতে ইন্ধন জুগিয়েছেন আপনি। আগামী দিনে আমরা বিজেপিকে, আপনাকে গদিচ্যুত করব।''