Thakurpukur Murder: যুবকের উপর অতর্কিতে ছুরি হামলার অভিযোগ, ধৃত ১

বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরের LIC বাজার এলাকায়। জানা গিয়েছে, ঠাকুরপুকুরেরই অমৃত লাল মুখার্জী রোডের বাসিন্দা অনিমেষ। বিস্তারিত জানতে পড়ুন...

Thakurpukur Murder: যুবকের উপর অতর্কিতে ছুরি হামলার অভিযোগ, ধৃত ১
নিহত যুবক অনিমেষ সিং (বাঁ দিকে) অভিযুক্ত সুবল সর্দার (ডান দিকে) নিজস্ব চিত্র।

ট্রাইব টিভি ডিজিটাল: চতুর্থীর সকালে বিসর্জনের সুর। সাতসকালে কলকাতার ঠাকুরপুকুর এলাকায় খুন যুবক। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম, অনিমেষ সিং। এদিন সকালে স্কুটি করে যাওয়ার সময় এলআইসি মোড়ের কাছে তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করার অভিযোগ ওঠে। মৃতের বুকের বাঁ দিকে এলোপাথাড়ি ছুরির কোপ মারার অভিযোগ উঠেছে দুস্কৃতীদের বিরুদ্ধে। আহত ওই যুবককে দ্রুত উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরের LIC বাজার এলাকায়। জানা গিয়েছে, ঠাকুরপুকুরেরই অমৃত লাল মুখার্জী রোডের বাসিন্দা অনিমেষ। এদিন সকালবেলা স্কুটার নিয়ে বেরিয়েছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই সময়ই ছুরি নিয়ে হামলা চালায় দুষ্কৃতী। অনিমেষের বুকের বাম দিকে আঘাত লাগে। মাটিতে লুটিয়ে পড়েন যুবক। আহত অনিমেষকে দেখেই ছুটে আসেন এলাকাবাসী। ততক্ষণে হামলাকারী পালিয়ে যায়। এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। 

জানা গিয়েছে, ঠাকুরপুকুরের মর্মান্তিক এই ঘটনায়  সুবল সর্দার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সুবলকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে অনিমেষের উপর এই হামলা, তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তা সম্পন্ন হলে যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হতে পারে। প্রয়োজনে পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলেও জানা গিয়েছে।