Gandhi Jayanthi 2023: গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির, টুইটে শ্রদ্ধার্ঘ মমতার

প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে জানান, গান্ধী জয়ন্তীর বিশেষ ক্ষণে আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। ওনার কালজয়ী শিক্ষা আজও আমাদের পথকে আলোকিত করে। বিশ্বব্যাপী প্রভাব রয়েছে মহাত্মা গান্ধীর।...

Gandhi Jayanthi 2023: গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির, টুইটে শ্রদ্ধার্ঘ মমতার
রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধার্ঘ প্রধানমন্ত্রীর (ছবি সৌজন্যে-টুইটার)

ট্রাইব টিভি ডিজিটাল: আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অন্যতম অবদান রাখা গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার সকাল থেকে বাংলা সহ সারা দেশে চলছে শ্রর্দ্ধাঘ্যজ্ঞাপন। এদিন সকালে দিল্লির রাজঘাটে পৌঁছে গান্ধীমূর্তিতে মালা দান করেন প্রধানমন্ত্রী Narendra Modi। প্রধানমন্ত্রীর পাশাপাশি গান্ধীজিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

এছাড়াও  টুইটেও জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে, এ দিন দুপুরেই আবার গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানাতে যাবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও। গান্ধীজী সামাজিক ন্যায় ও সমান অধিকারের কথা বলেছিলেন। যা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গান্ধীজীর জন্মদিনে টুইট করেন বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ''গান্ধী জয়ন্তীর বিশেষ ক্ষণে আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। ওনার কালজয়ী শিক্ষা আজও আমাদের পথকে আলোকিত করে। বিশ্বব্যাপী প্রভাব রয়েছে মহাত্মা গান্ধীর। সমগ্র মানবজাতিকে ঐক্য ও সহানুভূতির চেতনায় অনুপ্রাণিত করেছেন উনি। ওনার স্বপ্ন পূরণের লক্ষ্যে যেন আমরা কাজ করতে পারি। ওনার চিন্তাভাবনা যেন আমাদের যুব প্রজন্মকে একতা ও সম্প্রীতির ধারণায় অনুপ্রাণিত করে।'' 

আজ দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সাংসদ ও মন্ত্রীরা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ জানাতে যাবেন। এরপরে তাঁরা নতুন সংসদ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাবেন। ১০০ দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের দাবিতেই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবারও প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। যদিও সেই  কর্মসূচি কী হবে , তা এখনও ঠিক হয়নি। আজ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে এই নিয়ে আলোচনায় বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আরও কয়েকজন নেতারা। সব মিলিয়ে গান্ধীজয়ন্তীতে রাজধানীর বুকে টানটান উত্তেজনা।