চৌধুরীর বিরুদ্ধে পোস্টার রায়গঞ্জজুড়ে!

সাংসদের বিরুদ্ধে ক্ষোভ কংগ্রেসেরও?

চৌধুরীর বিরুদ্ধে পোস্টার রায়গঞ্জজুড়ে!

এবার সরাসরি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে পোস্টার পড়ল রায়গঞ্জ শহরজুড়ে। যার কারণেই আবারও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। 

ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সুর চড়িয়েছে | তার মধ্যে সামনেই লোকসভা নির্বাচন | সেই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সরাসরি দেবশ্রী চৌধুরীকে বহিরাগত বলে পোস্টার পড়ল উত্তর দিনাজপুর রায়গঞ্জে। শুধু তাই নয়, তৃণমূলের এমন পোস্টারের জবাব দিতে "বিজেপিকে চাই, বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয়" বলে উল্লেখ করে বিজেপিরই কার্যকর্তাদের তরফে পোস্টার লাগানো হয় বলে অভিযোগ। শহরের বিভিন্ন এলাকা এসব পোস্টারে কার্যত ছেয়ে গেছে। ইতিমধ্যেই বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বহিরাগত নয়, ভূমিপুত্র প্রার্থীর দাবীতে রায়গঞ্জ শহরে দন্ডীযাত্রা করেছেন। পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভুমিপুত্র-পুত্রীদের প্রার্থীর দাবীতে রায়গঞ্জ শহরে একাধিক পোস্টার পড়েছিল। কিন্তু তাতে কারোর নাম সরাসরি উল্লেখ ছিল না। কিন্তু এবারে সরাসরি রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর নাম উল্লেখ করে এই পোস্টার পড়ায় জোড় বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে | তবে বিজেপির এমন পোস্টারে নজর দিতে নারাজ স্থানীয় তৃণমূল সংগঠন | তাদের দাবি, বিজেপি সর্বদা সাধারণ মানুষদের বোকা বানিয়ে এসেছে | নিজেরাই এমন পোস্টের লাগিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করতে চাইছে |

অন্যদিকে, তৃণমূলের এমন পোস্টারে কার্যত আশ্চর্য হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব | বিজেপি নেতৃত্ব শাসকদল তৃণমূলের কারসাজি বলে দাবি করেছে।

তবে এই পোস্টারকে ঘিরে যে শুধু তৃণমূল-বিজেপি-র রাজনৈতিক চর্চা, তা কিন্তু নয় | বিজেপির জেলা সভাপতি এবং সাংসদ দেবশ্রী চৌধুরী খবরের শিরোনামে আসার জন্যই এই সব পোস্টের নিজেরাই লাগিয়েছেন বলে অভিযোগ রায়গঞ্জের কংগ্রেসের নেতৃত্বের | সাংসদ হওয়ার পর দেবশ্রী চৌধুরী রায়গঞ্জের জন্য কিছুই করেননি বলেও কটাক্ষ কংগ্রেসের |

সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিজেপির অন্দরে এই কোন্দল আরও স্পষ্ট হল রায়গঞ্জবাসীর কাছে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের |