লোকসভার আগে DG পদে রদবদল, অপসারিত রাজীব কুমার

ধু রাজীব কুমারই নয়, সরানো হয়েছে পদ থেকে সরানো হয়েছে রাজ্য পুলিশের আইজিকেও (West bengal Police IG)। নির্বাচনের সঙ্গে যুক্ত এমন কোনও কাজে তাঁদের রাখা যাবে না।

লোকসভার আগে DG পদে রদবদল, অপসারিত রাজীব কুমার
ডিজি রাজীব কুমার (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ভোটের আগে রাজ্য পুলিশের ডিজি বদল। ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। আদর্শ আচরণবিধি চালুর পরই পদক্ষেপ কমিশনের। নির্বাচনের সঙ্গে যুক্ত কোনও কাজেই থাকতে পারবেন না রাজীব কুমার (Rajib Kumar)।

গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে নিয়োগ করা হয়েছিল রাজীব কুমারকে। তার আগে থেকেই অবশ্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজীব কুমার। সেই আইপিএস অফিসারকেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। নিয়োগের তিন মাসের মধ্যেই তাঁকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। 

আরও পড়ুন: https://www.tribetv.in/National-election-commission-will-announced-lok-sabha-election-date-on-tomorrow

শুধু রাজীব কুমারই নয়, সরানো হয়েছে পদ থেকে সরানো হয়েছে রাজ্য পুলিশের আইজিকেও (West bengal Police IG)। নির্বাচনের সঙ্গে যুক্ত এমন কোনও কাজে তাঁদের রাখা যাবে না। আজ বিকেল ৫টার মধ্যে ডিজি এবং আইজি পদে নিয়োগ করার জন্য তিনজন অফিসারের প্যানেল চেয়ে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, বরিষ্ঠতা হিসেবে রাজেশ কুমার, রণবীর কুমার এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম পাঠানো হচ্ছে। সঙ্গে ৬ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের ডিজি (DG) বদলের সঙ্গে সঙ্গে দেশের আরও ৬ রাজ্যের প্রতি কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। বলাইবাহুল্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্য গুজরাত, যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের দিকেও নজর নির্বাচন কমিশনের। গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গুজরাত ও উত্তরপ্রদেশ ছাড়াও উত্তরাখণ্ডে ক্ষমতায় বিজেপি (BJP)।

আরও পড়ুন: https://www.tribetv.in/Know-the-full-weather-forecast-on-today-in-west-bengal

বিহারে জেডিইউ-বিজেপি জোট। হিমাচলে কংগ্রেস এবং ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস জোট ক্ষমতায়। এ ছাড়াও, মিজ়োরাম এবং হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবকেও দায়িত্ব থেকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। লোকসভা ভোটের কোনও কাজেই থাকতে পারবে না তাঁরা।