Sanjay Mukherjee: রাজ্যের ডিজি বদল করে দিল নির্বাচন কমিশন, জানেন কে সঞ্জয় মুখোপাধ্যায়

সচিব রাকেশ কুমারের স্বাক্ষর করা চিঠিতে জানানো হয়, রাজ্যের পাঠানো তালিকায় দ্বিতীয় নম্বরে থাকা রাজ্য পুলিশের ডিজি পদে সঞ্জয় মুখোপাধ্যায়কে বসাচ্ছে নির্বাচন কমিশন।

Sanjay Mukherjee: রাজ্যের ডিজি বদল করে দিল নির্বাচন কমিশন, জানেন কে সঞ্জয় মুখোপাধ্যায়
রাজ্যের নতুন ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি পদে সঞ্জয় মুখোপাধ্যায়কে বসাল নির্বাচন কমিশন। সোমবারই রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল কমিশন। রাজ্যের কাছে তিনটি নাম চাওয়া হয়েছিল। তিন জনের মধ্যে বিবেক সহায়কে বসানোর অনুমতি রাজ্যকে দিয়েছিল নির্বাচন কমিশন। এ বার তাঁকে সরিয়ে ভোটের সময় রাজ্য পুলিশের ডিজি করা হল সঞ্জয় মুখোপাধ্যায়কে।

মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা কে চিঠি দেয় নির্বাচন কমিশন। সচিব রাকেশ কুমারের স্বাক্ষর করা চিঠিতে জানানো হয়, রাজ্যের পাঠানো তালিকায় দ্বিতীয় নম্বরে থাকা রাজ্য পুলিশের ডিজি পদে সঞ্জয় মুখোপাধ্যায়কে বসাচ্ছে নির্বাচন কমিশন। বিকেল ৫টার মধ্যে রাজ্যকে জানিয়ে দিতে হবে যে, সঞ্জয় মুখোপাধ্যায়কে (Sanjay Mukherjee) রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ক্যাডারের 1989 ব্যাচের আইপিএস (IPS) আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায়, প্রাক্তন পুলিশকর্তা আইপিএস আধিকারিক রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি,সিবিআই এর প্রাক্তন অধিকর্তা, মিজোরামের প্রাক্তন রাজ্যপাল অরুন প্রসাদ মুখার্জির র কনিষ্ঠ পুত্র এবং প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী। তাঁর দাদা এবং বৌদিও রাজ্যের প্রাক্তন আইএএস (IAS) আধিকারিক।

আরও পড়ুন: https://www.tribetv.in/Ahead-of-lok-sabha-election-sanjay-mukherjee-posted-as-a-new-dg-of-west-bengal

প্রসঙ্গত, গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে নিয়োগ করা হয়েছিল রাজীব কুমারকে। তার আগে থেকেই অবশ্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজীব কুমার। সেই আইপিএস অফিসারকেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। নিয়োগের তিন মাসের মধ্যেই তাঁকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন (Election Commission)।