পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, গুরুত্বর জখম ৩ স্কুল পড়ুয়া

এদিন স্কুলে যাওয়ার আগে আরও এক ছাত্রীর জন্য অপেক্ষা করতে রাস্তার পাশে‌ই দাঁড়িয়ে ছিল টোটো গাড়িটি।

পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, গুরুত্বর জখম ৩ স্কুল পড়ুয়া

ট্রাইব টিভি ডিজিটাল: পুলিশের গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা‌। গুরুতর আহত ৩ স্কুল‌ছাত্রী। ঘটনায় আহত টোটো চালক‌ও। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ি শহরের গোমস্তাপাড়া‌ এলাকায়। আহত ছাত্রী‌রা সকলেই জলপাইগুড়ি‌ হোলি চাইল্ড স্কুলের পড়ুয়া। দুর্ঘটনা‌র সময় টোটো‌য় চড়ে স্কুলে যাচ্ছি‌ল ছাত্রীরা। 

জানা গিয়েছে, এদিন স্কুলে যাওয়ার আগে আরও এক ছাত্রীর জন্য অপেক্ষা করতে রাস্তার পাশে‌ই দাঁড়িয়ে ছিল টোটো গাড়িটি। ওই সময় দ্রুত গতিতে থাকা পুলিশের একটি গাড়ি টোটোর পিছনে ধাক্কা মারলে টোটো দুমড়ে মুচড়ে যায়। উল্টে যাওয়া টোটোর নিচে চাপা পড়েন টোটো চালক সহ ছাত্রীরা। স্থানীয় সূত্রে খবর, পরীক্ষা থাকায় ছাত্রীরা সকলেই স্কুলে যাওয়ার জন্য টোটো‌তে বসে ছিল। অভিভাবকদের অভিযোগ, ঘাতক পুলিশের গাড়িটি ধাক্কা মেরে ঘটনা‌স্থল থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দা‌রাই ছুটে এসে ৩ ছাত্রী সহ টোটো চালককে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। শুধু তাই নয়, ঘটনায় ছাত্রীদের মাথায় ও হাতে-পায়ে গুরুতর আঘাত রয়েছে।

অন্যদিকে, বোলপুরের চিত্রা মোড়ের কাছে সরকারি খাদ্য সরবরাহ দফতর থেকে এক গ্রুপ ডি'র কর্মীর মৃতদেহ উদ্ধার। দফতর ও পুলিশ সূত্রে খবর, বোলপুরের রায়পুরের বাসিন্দা অরিজিৎ সিনহা (৪০) বোলপুরের চিত্রা মোড়ের কাছে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ দফতরের পিয়নের কাজ করতেন। এদিন সকালে দফতরের কর্মীরা এসে জানতে পারেন, তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তৎক্ষণাৎ বোলপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করে বোলপুর থানার পুলিশ ।