'মুখোশ খুলে গিয়েছে, কাল থেকে জনগণ আপনার রায় দেবে', বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ মমতার

 মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নিজের ইস্তফা দিয়েই বৃহস্পতিবার সরকারিভাবে বিজেপিতে যোগ দেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিস্তারিত জানুন...

'মুখোশ খুলে গিয়েছে, কাল থেকে জনগণ আপনার রায় দেবে',  বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ মমতার
অভিজিৎ গঙ্গোপাধ্যায় (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মহিলা সংগঠনের ব্যানারে কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হয়। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি পা মিলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পদযাত্রার পরে ধর্মতলার সভা থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাবু বলেও কটাক্ষ করার পাশাপাশি 'কাল থেকে আপনার রায় জনগণ দেবেন বলে চ্যালেঞ্জ ছোঁড়েন তৃণমূল সুপ্রিমো। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদের নিয়ে সেখানে যাব বলেও হুশিয়ারি দেন তিনি। 

 মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নিজের ইস্তফা দিয়েই বৃহস্পতিবার সরকারিভাবে বিজেপিতে যোগ দেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়েই দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। বৃহস্পতিবার ধর্মতলার সভা থেকে নাম না করে পাল্টা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। অভিষেককে তো রোজ নাম করে গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজ কোথায় গেলেন আপনি? কাল থেকে আপনার রায় জনগন দেবেন? আপনি হাজার হাজার ছেলে মেয়ের চাকরি খেয়েছেন।' 

আরও পড়ুন: https://www.tribetv.in/WB-CM-Mamata-Banerjee-announced-to-increasing-anganwadi-worker-salary

বৃহস্পতিবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ নাম না করে প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়কেও কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 'ইডির ভয়েই বিজেপিতে যোগদান। কেউ কেউ তো ইডির ভয়ে বিজেপিতে চলে যাচ্ছেন। ইডির লোক ফোন করে বলছে বিজেপিতে যোগ দিন।' 

আরও পড়ুন: https://www.tribetv.in/Calcutta-High-Court-will-take-responsibility-for-appointing-the-Chairman-of-PSC

লোকসভার আগে বিচারকের পদ ছেড়ে সরাসরি রাজনীতির আঙিনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ দিয়েছেন বিজেপিতে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্ম শিবিরে যোগ নিয়ে আগেই জল্পনা শোনা গিয়েছিল। তবে বিজেপি যোগদানে তাঁর সেই দাপট কতটা বজায় থাকবে বা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কতটা কণ্টকহীন হবে তা অবশ্য সময়ই বলবে।