Manipur Violence: মণিপুর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামছে মহিলা তৃণমূল

একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। অনুরোধ করা হয়েছে। এমনকী বিক্ষোভও দেখানো হয়েছে। কিন্তু মণিপুর ইস্যুতে সংসদে এখনও বিবৃতি দিতে রাজি হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Manipur Violence: মণিপুর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামছে মহিলা তৃণমূল
সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

ট্রাইব টিভি ডিজিটাল: মণিপুর ইস্যুতে এবার পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। মঙ্গলবার রাজ্য বিধানসভায় একথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথমে কাল অর্থাৎ বুধবার দক্ষিণ কলকাতা থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। তবে আগামী এক মাস যাবৎ প্রত্যেকটি সংগঠনিক জেলায় প্রত্যেকটি ব্লকেই মণিপুর ইস্যু নিয়ে মিছিল করবেন তাঁরা।

 মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই লোকসভায় বিজেপি নীরব। বিরোধী জোট 'ইন্ডিয়ার' তরফ থেকে এই নিয়ে চাপ তৈরি করা হলেও তাদের পুরনো অবস্থানে অনড় শাসকদল। এই অবস্থায় বাংলার মাটিতে আন্দোলনের পথ বেছে নিচ্ছে তৃণমূল। বিশেষ করে এই বিষয়টির সঙ্গে যেহেতু মহিলাদের সম্মান জড়িয়ে তাই মহিলাদেরই ময়দানে নামাচ্ছে রাজ্যের শাসক দল।

সূত্রের খবর, একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। অনুরোধ করা হয়েছে। এমনকী বিক্ষোভও দেখানো হয়েছে। কিন্তু মণিপুর ইস্যুতে সংসদে এখনও বিবৃতি দিতে রাজি হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পালটা কৌশল হিসাবে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিতে পারে বিরোধী শিবির। বিরোধী জোট INDIA সুত্রে তেমনটাই খবর। এদিকে এবার মণিপুর কাণ্ডের প্রতিবাদে বাংলার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল মহিলা তৃণমূল। মঙ্গলবার চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ''যে ঘটনা ঘটেছে সেটা অভাবনীয়। দলমত নির্বিশেষে মহিলারা এর প্রতিবাদ করছে। আমরা আগামীকাল থেকে জেলায় জেলায় প্রতিবাদ করব।'' 

তিনি আরও বলেন, ''আমরা প্রতিবাদ চালাব। বিরোধী জোট INDIA'র তরফে সংসদে যা দাবি করা হয়েছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দাবি করেছেন, তা মেনে যদি প্রধানমন্ত্রী মণিপুর ইস্যুতে মন্তব্য পেশ করেন সেক্ষেত্রে আলাদা বিষয়। অন্যথায় আগামী একমাস সমস্ত জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি চলবে।'' 

প্রসঙ্গত, মণিপুর ইস্যু নিয়ে উত্তাল গোটা দেশ। সোমবার বাদল অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেন 'INDIA' জোটের শরিকরা। হাজির ছিলেন তৃণমূল সাংসদরাও। ধর্নায় যোগ দিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মণিপুর থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বিজেপির। ডাবল ইঞ্জিন সরকারকে অযোগ্য বলে আক্রমণ করেন TMC সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ NDA বিরোধীরা।