অবিশ্বাস্য! এক টাকায় ভাত-ডাল আরও কত কী, কোথায় জানুন...

এক টাকায় পেট ভরে ভাত খাওয়ানো হয় সপ্তাহের একটি দিন। হ্যাঁ সত্যি, ঠিকই শুনছেন। একটাকায় পেট ভরে খাবার।

অবিশ্বাস্য! এক টাকায় ভাত-ডাল আরও কত কী, কোথায় জানুন...

ট্রাইব টিভি ডিজিটাল: ভাত, ডাল,দু'রকমের সব্জি,পাঁপড়, মিষ্টি। খাবারের এই মেনু সাধারণ হোটেলে কত হতে পারে তা হয়ত অনেকেই জানেন। কিন্তু এক টাকায় এত খাবার মেলে, তাও আবার পেট ভরে। মানতে পারছেন না তো?

অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এক টাকায় পেট ভরে ভাত খাওয়ানো হয় সপ্তাহের একটি দিন। হ্যাঁ সত্যি, ঠিকই শুনছেন। একটাকায় পেট ভরে খাবার। এক, দু'দিন নয়। এটা চলছে ২০১৯ সাল থেকে। তা আজও চলে আসছে। সিউড়ি শহরের বড়বাগানের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে। প্রতি শুক্রবার প্রায় একশোর অধিক গরীব মানুষকে এই খাবার দিয়ে আসছেন। যা অনেকের কাছে অবিশ্বাস্য। কিন্তু এই এক টাকা কী কারণ? স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য জানান, যে সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষ এখানে খেতে আসছেন, তারা যেন না ভাবেন যে তারা বিনামূল্যে খাচ্ছেন। তাই এই এক টাকা নেওয়া হয় তাঁদের কাছ থেকে। 

অন্যদিকে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আহত ১০ জন। দুর্ঘটনাটি ঘটেছে, শ্যামপুরের বাছরী আড়গোড়িতে। আহতদের চিকিৎসার জন্য উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, শ্যামপুরের বাছরী গ্রাম পঞ্চায়েতের আড়গোড়ীর বাসিন্দা অশোক মন্ডলের বাড়িতে নতুন গ্যাসের সিলিন্ডার ডেলিভারি হয়। 

আরও জানা গিয়েছে,  সিলিন্ডার দিয়ে যাওয়ার পর থেকেই সিলিন্ডার থেকে গ্যাস লিক করতে শুরু করে। তা তারা বুঝতে পেরে সিলিন্ডার বাড়ির বাইরে বের করে দেন।  বাড়িতে রান্না করা সময় সেই সিলিন্ডারে কোনও রকম আগুন লেগে বিপত্তি ঘটে। সেই সময়য় বাড়িতে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হয়। প্রতিবেশীরা তাদের বাঁচাতে আসলে আরও ৫ জন অগ্নিদগ্ধ হন। তাদের মধ্যে দু'জন শিশুও রয়েছে। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।