উমার আরাধনায় থিমে আদিবাসী ভাবনা, পিছিয়ে পড়া শ্রেণিকে প্রাধান্য দিনহাটা স্বাধীন ক্লাবে

আদিবাসী থিমের ভাবনায় এবছর পুজো মণ্ডপ তৈরি করছে দিনহাটা স্বাধীন ক্লাব দুর্গাপূজা কমিটি।

উমার আরাধনায় থিমে আদিবাসী ভাবনা, পিছিয়ে পড়া শ্রেণিকে প্রাধান্য  দিনহাটা স্বাধীন ক্লাবে

ট্রাইব টিভি ডিজিটাল: আদিবাসী থিমের ভাবনায় এবছর পুজো মণ্ডপ তৈরি করছে দিনহাটা স্বাধীন ক্লাব দুর্গাপূজা কমিটি। ৬৮ তম বর্ষে এ বছর তাদের পুজোর থিম ট্রাইবাল। মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় পুজো কমিটির সদস্যরা এই থিমকেই বেছে নিয়েছেন বলে জানান। 

 পিছিয়ে পড়া আদিবাসী সমাজকে আলোয় ফুটিয়ে নিয়ে আসা এবং তাঁদেরকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে এই থিম ভাবনা। বাইরে এবং ভিতরে কাঠ এবং ফাইবার দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের নকশা, আদিবাসী বিভিন্ন ধরনের মূর্তি এবং মুখোশ, কাঠ এবং ফাইবারের মধ্যেই রংবেরঙের ছবি আঁকা যা দর্শনার্থীদের দারুণভাবে আকর্ষণ করবে বলে আশাবাদী পূজা কমিটির সদস্যরা।

তৃতীয়ার দিন এই পুজোর শুভ উদ্বোধন করবেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার আগে জোর কদমে কাজ চলছে মন্ডপের। অন্যান্য বছরগুলির মত এবারও দর্শনার্থীদের চমক দিতে রীতিমত প্রস্তুত দিনহাটা স্বাধীন ক্লাব দুর্গাপুজো কমিটি।