Nadia News: BJP প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার সাদা থান-তুলসী গাছ!

ফুলিয়ার ২৮ নম্বর টাউন শিপের বিজেপির মন্ডল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী চঞ্চল চক্রবর্তীর বাড়ির সামনে থেকে উদ্ধার হয় সাদা থান সহ ফুলমালা ও মিষ্টি।

Nadia News:  BJP প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার সাদা থান-তুলসী গাছ!
বিজেপি প্রার্থীর বাড়ির গেটের সামনে থেকে উদ্ধার সাদা থান সহ ফুল মিষ্টি (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: বনগাঁর পর এবার নদীয়া জেলা। নদীয়ার শান্তিপুরের ফুলিয়ায় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে উদ্ধার সাদা থান, তুলসী গাছ, ফুলের মালা ও মিষ্টি। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক শিবিরের।  

সূত্রের খবর, ফুলিয়ার ২৮ নম্বর টাউন শিপের বিজেপির মন্ডল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী চঞ্চল চক্রবর্তীর বাড়ির সামনে থেকে উদ্ধার হয় সাদা থান সহ ফুলমালা ও মিষ্টি। অভিযোগ, তৃণমূলের তরফে সাদা থান কাপড়, গীতা, মিষ্টি এবং ধূপকাঠি রেখে দিয়ে গিয়েছে। আরও অভিযোগ, ওই BJP প্রার্থীর পরিবারকে আতঙ্কিত করতেই শাসকদল এই ঘটনা ঘটিয়েছে। 

জানা গিয়েছে, এদিন ফুলিয়ার ২৮ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী চঞ্চল চক্রবর্তীর বাড়ির সামনে সাদা কাপড়ের থান, মিষ্টি, গীতা এবং তুলসী পাতা ফেলে যায় কেউ বা কারা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘিরে ওই বিজেপি প্রার্থীর অভিযোগ, শাসক দল (TMC) বোঝাতে চাইছে যে প্রার্থী খুন হয়ে যেতে পারেন! শুধু তাই নয়, অভিযোগ, এর আগেও তাঁকে একাধিকবার বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয়েছে।