Panchayat Election 2023: জেলায়-জেলায় BJP প্রার্থীদের উপর বোমাবাজি, হামলার অভিযোগ

একই অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার স্বরুপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের মলঙ্গপাড়া দাসপাড়া ১৭৬ নম্বর বুথে।

Panchayat Election 2023:  জেলায়-জেলায় BJP প্রার্থীদের উপর বোমাবাজি, হামলার অভিযোগ
নিজস্ব চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের দিনহাটা। দিনহাটার পর এবার কোচবিহারের মাথাভাঙায় BJP প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তুঙ্গে শাসক বিরোধী তরজা। জানা গিয়েছে, মাথাভাঙার ১ নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ২৩০ নং বুথের বিজেপি প্রার্থী সন্তসী বর্মনের বাড়ির সামনের রাস্তায় বোমাবাজির অভিযোগ। অভিযোগের তির শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও গোটা ঘটনায় যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে TMC-এর তরফে। 

সূত্রের খবর, মাথাভাঙার BJP প্রার্থী সন্তসী বর্মনের বাড়ির সামনের রাস্তায় বৃহস্পতিবার রাতে বোমাবাজির করার অভিযোগ ওঠে একদল দুস্কৃতীর বিরুদ্ধে। ওই বিজেপি প্রার্থী জানিয়েছেন, গতকাল গভীর রাতে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পান তিনি। এরপর বাড়ির সামনে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান দুটি বোমা বিস্ফোরণ হয়েছে। তাঁর আরও অভিযোগ, ভয় দেখাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের পচাগর অঞ্চল সভাপতি সঞ্জয় বিশ্বাস বলেন, ''তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অভিযোগ করছে বিজেপি। নিজেরাই বোমাবাজি করে তৃণমূলের নাম দিচ্ছে।'' 

অন্যদিকে, একই অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার স্বরুপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের মলঙ্গপাড়া দাসপাড়া ১৭৬ নম্বর বুথে। বিজেপির গ্রাম সভার প্রার্থী বাসন্তী দাস আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী দিয়ে বাড়ির সামনে বোমা মারে বলে অভিযোগ। পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।

উত্তর ২৪ পরগনার এসসি ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মন্ডল বলেন, ''সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। ওখানে দক্ষ সংগঠন তৃণমূল। বিজেপি নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে এক পক্ষ টিকিট না পেয়ে তারাই বাড়িতে বোমা ফেলেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই যুক্ত না। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে এই ঘটনা ঘটানো হয়েছে।''  এদিকে BJP প্রার্থীর বাড়িতে বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্বরূপনগর থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি ওই প্রার্থী। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।