সি-ভিজিল অ্যাপে অভিযোগের পাহাড়, দেশজুড়ে প্রায় ৭৯ হাজার অভিযোগ কমিশনে

ভোট ঘোষণার পর থেকে অভিযোগের পাহাড়। সি ভিজিল অ্যাপে অভিযোগ জমা পড়েছে ৭৯ হাজার।

সি-ভিজিল অ্যাপে অভিযোগের পাহাড়, দেশজুড়ে প্রায় ৭৯ হাজার অভিযোগ কমিশনে
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভোট ঘোষণার পর থেকে অভিযোগের পাহাড়। সি ভিজিল অ্যাপে অভিযোগ জমা পড়েছে ৭৯ হাজার। ৯৯ শতাংশ অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৮৯ শতাংশ অভিযোগ ১০০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হয়েছে বলে দাবি জাতীয় নির্বাচন কমিশনের।

আরও পড়ুন: https://www.tribetv.in/ED-wants-to-interrogate-Shahjahan-Sheikh-of-Sandeshkhali-who-is-in-CBI-custody

আসন্ন লোকসভা নির্বাচনে কোনও রকম সন্ত্রাস এবং অনিয়ম বরদাস্ত করা হবে না। ভোটের দিন ঘোষণার সময় তা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। একাধিক পদক্ষেপের কথাও বলেছিলেন তিনি। দেশজুড়ে আজ পর্যন্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রায় ৭৯ হাজার অভিযোগ জমা পড়েছে সি ভিজিল অ্যাপে। ৫৮ হাজার ৫০০ অভিযোগ অর্থাৎ প্রায় ৭৮ শতাংশ অভিযোগ বেআইনি হোর্ডিং নিয়ে। মোট অভিযোগের ১৪০০ অভিযোগ শুধুমাত্র টাকা দেওয়া, উপহার বিলি, মদ বিতরণ নিয়ে।

আরও পড়ুন: https://www.tribetv.in/IT-Seized-Worth-Rs-of-58-lakhs--from-businessman-house-in-kolkata

২,৪৫৪ টি অভিযোগ অর্থাৎ প্রায় ৩ শতাংশ সম্পত্তি বিকৃতকরণের জন্য জমা পড়েছে। ৫৩৫ টি অভিযোগ ভয় দেখানো এবং অস্ত্র পরিদর্শন করার জন্য জমা পড়েছে। এর মধ্যে ৫২৯ টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ১ হাজার অভিযোগ প্রচারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও মাইক ব্যবহার করা ও প্রচার চালানোর অভিযোগও রয়েছে। আদর্শ নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের উপরে লাগাম টানতে অ্যাপের ব্যবহার যথেষ্ট কার্যকরী হয়েছে বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন।