দোকান থেকে বাড়ি ফেরার পথে দুস্কৃতী হামলা, প্রহৃত ব্যবসায়ী

ওই ব্যবসায়ী ছিনতাইয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরির আঘাতে প্রহৃত হন তিনি। এরপর ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে।

দোকান থেকে বাড়ি ফেরার পথে দুস্কৃতী হামলা, প্রহৃত ব্যবসায়ী

ট্রাইব টিভি ডিজিটাল: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত ব্যবসায়ী। দুস্কৃতীদের এলো পাথারি ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। শুধুমাত্র ছিনতাইয়ের উদ্দেশ্যে এই ঘটনা? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 

 মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে, হুগলি জেলার নালিকূলে। জানা গিয়েছে, চন্ডীতলার বাকসার খোরাগোর গ্রামের বাসিন্দা প্রেমেন্দু ঘোষের একটি হার্ডওয়ারের দোকান রয়েছে নালিকূলে। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় হরিপালের শ্রীপতিপুর নারকেল বাগানে তিনজনকে তাকে আক্রমন করে বলে অভিযোগ। ওই ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে বলে অভিযোগ। 

জানা গিয়েছে, ওই ব্যবসায়ী ছিনতাইয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরির আঘাতে প্রহৃত হন তিনি। এরপর ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে। ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে। এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এদিকে তাঁর অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর কাছে বেশ কিছু টাকা ছিল। সেই টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পিছু নিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হরিপাল থানার পুলিশ। 

এই বিষয়ে ব্যবসায়ীর কাকা দেবেন্দ্রনাথ ঘোষ বলেন, ''ভাইপো প্রতিদিন দোকান বন্ধ করে বাইক চালিয়ে বাড়ি ফেরে। গতকাল বাড়ি ফেরার সময় তাকে আটকায় তিনজন। টাকার ব্যাগ ছিনিয়ে নেবার চেষ্টা করে। বাধা দিলে তারা ছুরি দিয়ে হামলা করে। শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত হয়ে গিয়েছে। আগে থেকে ফলো করছিল দুষ্কৃতীরা।''