তৃণমূলকর্মীদের দাদাগিরির অভিযোগ!

এবার শান্তিপুরেও অশান্তি | তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ-এর মত বাংলাতেও বুলডোজার চালানোর অভিযোগ ।

তৃণমূলকর্মীদের দাদাগিরির অভিযোগ!

নদিয়ার শান্তিপুরের বাসিন্দা পেশায় আইনজীবী নবনীতা দাস। ফুলিয়া গোসাই পাড়া এলাকায় বৃদ্ধা বিধবা মাকে নিয়ে থাকেন তিনি । অভিযোগ, ২০১৮ সালে তার বাবা মারা যাওয়ার পরই | তার বাড়ির উপর নজর পড়েছিল জমি বেচাকেনা করা স্থানীয় তৃণমূল নেতাদের । রবিবার তার বাড়ির একটি অংশ এবং গ্যারাজ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। শুধু তাই নয় নবনীতা দাসকে মারধর করা হয় বলে অভিযোগ। 

এই ঘটনার পরই শান্তিপুর থানায় স্থানীয় কয়েকজন তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নবনীতা দাস | অবশ্য পেশায় আইনজীবী নবনীতা দাস। তবে এখনও পর্যন্ত দোষীদের ধরা হয়নি বলে তার মতামত |

অন্যদিকে, তিনি পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা প্রার্থনা করেছেন। 
মা সুমিতা দাসের অভিযোগ, ওষুধ কিনতে কিংবা বাজারহাট করতে নবনীতা বেরোলেই তাকে লক্ষ্য রাখছে দুষ্কৃতীরা | তাই কার্যত তারা গৃহবন্দী। সমগ্র সিসি ক্যামেরা সহ মোবাইল ভেঙে দেওয়া হয়েছে | তাদের তার ফলে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। 

যদিও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা ক্যামেরার সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাননি তবে জমি যে তাদেরই সে বিষয়ে আদালত জানে। সেই কারণেই বসতবাড়ি নয় পাশের একটি অংশ শরিকদের অনুমতি ক্রমেই তাদের অংশে ভাঙ্গা হয়েছে। মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এমনটাই দাবি অভিযুক্তদের |

এমন ঘটনায় যে বিজেপি চুপ থাকবে তা হতেই পারে না | এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা বিজেপির নেতৃত্ব চঞ্চল চক্রবর্তীর বক্তব্য, সারা রাজ্যজুড়ে তৃণমূলের জমি মাফিয়ারা ঘুরে বেড়াচ্ছে । সন্দেশখালিতে যেমন সাধারণ মানুষ সুরক্ষিত নয়, তেমনি এক্ষেত্রে আইনজীবীও আক্রান্ত। 

বিজেপির এহেন অভিযোগে কর্ণপাত করতে নারাজ তৃণমূল কংগ্রেসের একাংশ | পাল্টা তৃণমূলের দাবি, তৃণমূলের উপর দোষ দেওয়া একেবারেই ঠিক নয় | যারা এই কর্মকাণ্ড করেছে তারা তৃণমূল না বিজেপি নাকি কোনও ঠিকাদারের লোক তা এখনও নাকি বুঝেই উঠতে পারছে না তৃণমূল নেতৃত্ব | 

তৃণমূলের তরফে পারিবারিক অশান্তির অভিযোগ উঠে আসে | অবশ্য তৃণমূলের এহেন অভিযোগ কতটা সত্য তা অবশ্য স্পষ্ট নয় | তবে স্থানীয় প্রশাসনের উপর আস্থা রেখেছেন অভিযোগকারী নবনীতা দাস | আইনরক্ষাকারী যদি প্রশাসনকে পাশে না পান তবে এমন ঘটনা যে আরও দিনের পর দিন বাড়বে, এমনি অভিমত বিশিষ্টমহলের |