ICC World Cup 2023: চোটের কারনে ছিটকে গিয়েছেন ম্যাচ থেকে, আবেগপ্রবণ হার্দিক

গত ১৯ অক্টোবর বাংলাদেশের (Ind VS Bangladesh) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন হার্দিক। তার পর নিউজিল্যান্ড ম্যাচেও খেলতে পারেননি। আরও জানুন...

ICC World Cup 2023:  চোটের কারনে ছিটকে গিয়েছেন ম্যাচ থেকে, আবেগপ্রবণ হার্দিক
ছবি সৌজন্যে- ICC টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: ক্রিকেটের নন্দনকাননে আগামীকাল হতে চলেছে সুপার সানডে। পরপর সাতটি ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। আগামীকাল রবিবার Eden Gardens-এ অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই ভারতীয় শিবিরে এলো দুঃসংবাদ! চোটের কারণে চলতি বিশ্বকাপে থাকছেন না অলরাউন্ডার Hardik Pandya। এদিকে ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় আবেগঘন হয়ে পড়েছেন হার্দিক পান্ডিয়া। 

বিশ্বকাপে দল থেকে ছিটকে যাওয়ার খবর নিজের X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। শুধু তাই নয়, তিনি আরও বলেন, ''বিশ্বকাপে আর নেই, বিষয়টা হজম করতেই কষ্ট হচ্ছে। তবে দলের সঙ্গে সবসময় থাকব। প্রত্যেক ম্যাচে, প্রতি বলে তাঁদের উৎসাহ দেব। আপনাদের সকলের শুভকামনা, ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এই দলটা স্পেশাল। আশা করছি, আপনাদের গর্বিত করতে পারব।''  

জানা গিয়েছে, গত ১৯ অক্টোবর বাংলাদেশের (Ind VS Bangladesh) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন হার্দিক। তার পর নিউজিল্যান্ড ম্যাচেও খেলতে পারেননি। প্রথমে মনে করা হয়েছিল, সেরকম গুরুতর আঘাত পাননি হার্দিক। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে হার্দিকের। সেই চোট সারতেই সাধারণত দুই সপ্তাহ সময় লেগে যায়।  এনসিএ-তে ছিলেন পাণ্ডিয়া। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁর চোট না সারায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। 

এদিকে ভারত দুরন্ত গতিতে এগিয়ে চলছে চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023)। টানা সাতটি ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। মুম্বইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে কলকাতায় পা রেখেছে রোহিতের ভারত (Rohit Sharma)। রবিবার টুর্নামেন্টের অন্যতম সেরা দলের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। রবিবারের ম্যাচ অন্য একটা কারণেও উল্লেখযোগ্য। শচীন তেণ্ডুলকরের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড কি ছুঁতে পারবেন বিরাট কোহলি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। কিন্তু এই আবহেই হার্দিক পাণ্ডিয়ার মতো অলরাউন্ডারের চোট চিন্তা বাড়িয়ে দিল ভারতীয় শিবিরে। হার্দিকের পরিবর্তে স্কোয়াডে এলেন প্রসিদ্ধ কৃষ্ণা। কিন্তু হার্দিকের শূন্যস্থান কি পূরণ করা সম্ভব হবে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রীড়াপ্রেমী মহলে।