আবারো রাশিয়ার ক্ষেপণাস্ত্রের প্রকোপে কিয়েভ

ডেসনিয়ানস্কি জেলার কিছু কিছু জায়গায় আগুন

আবারো রাশিয়ার ক্ষেপণাস্ত্রের প্রকোপে কিয়েভ

আবারো রাশিয়ার ক্ষেপণাস্ত্রের প্রকোপে পড়তে চলেছিল কিয়েভ। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্য তোড়জোড় চালিয়েছে বলে জানানো হয়েছে রাজধানীর সামরিক প্রশাসনের তরফে।

জানা গেছে, কয়েক ঘণ্টা আগে রাশিয়ার ড্রোন হামলার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কিইভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।  রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য নিয়োজিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ফলেই এমন শব্দ শোনা গিয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার ফলে ডেসনিয়ানস্কি জেলার কিছু কিছু জায়গায় আগুন লেগেছে। 

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো জানিয়েছেন, ডিনিপ্রোর পশ্চিম তীরে হোলোসিভস্কি জেলায় জরুরি পরিষেবাও পাঠানো হয়েছে। 

তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি বলে জানিয়েছেন পপকো।