সুনামি জাপানের বেশ কয়েকটি উপকূলে

উত্তাল সমুদ্র, দেড় ঘণ্টায় ২০ বার কম্পন

সুনামি জাপানের বেশ কয়েকটি উপকূলে

সোমবার জাপানের বেশ কয়েকটি উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়েছে সুনামি। স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, উপকূল সংলগ্ন একাধিক শহরে সুনামি দেখা গিয়েছে। ফুঁসে উঠেছে সমুদ্র। অন্তত পাঁচ মিটার পর্যন্ত ঢেউয়ের উচ্চতা হতে পারে বলে সতর্ক করেছে জাপানের আবহাওয়া দফতর। সোমবার জাপানের পশ্চিম উপকূলে তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে। তার পরেই দেশের উত্তর-পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া দফতর। জাপানের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে রাশিয়াতেও পূর্ব উপকূলের কিছু কিছু জায়গায় সুনামি সতর্কতা জারি করে দিয়েছে সে দেশের প্রশাসন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভ্লাদিভসতক এবং নাখোদকা শহরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার সাখালিন দ্বীপ থেকে ইতিমধ্যে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে। 

জাপানে সুনামির ফলে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দফতরও দেশের পূর্ব উপকূলে সতর্কতা জারি করেছে। ভূমিকম্পের তীব্রতায় জাপানের ইশিকাওয়ায় একাধিক ঘরবাড়ি ভেঙে গিয়েছে। ওই এলাকাই কম্পনের কেন্দ্রে ছিল। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ফলে বিদ্যুৎ সংযোগও ব্যাহত হয়েছে। রাজধানী টোকিয়োতেও কম্পন অনুভূত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, কম্পনের সময়ে থরথর করে কাঁপছে ঘরবাড়ি, রেলস্টেশন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা দেশবাসীকে সতর্ক করেছেন এবং একাধিক সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সুনামি নিয়ে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সমুদ্র সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের যত দ্রুত সম্ভব সরিয়ে নিয়ে যেতে হবে। ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মানুষের প্রাণহানি বাঁচানোকেই অগ্রাধিকার দেবে জাপান সরকার। তবে এখনো পর্যন্ত জাপানে সুনামি এবং ভূমিকম্পের ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি।