মাত্র ৫০০ টাকাতেই মিলবে গ্যাস সিলিন্ডার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা বিধানসভা হোক কিংবা পাঞ্জাবের বিধানসভা বা হালফিলের গুজরাট বিধানসভা ভোট, প্রায় সবক্ষেত্রেই রাজনৈতিক দলগুলিকে খয়রাতির রাজনীতির দিকে হাঁটতে দেখা গিয়েছে

মাত্র ৫০০ টাকাতেই মিলবে গ্যাস সিলিন্ডার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাইব টিভি ডিজিটাল: বছর শেষ হতে হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। তার আগেই রাজ্যবাসীকে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে অনেক সস্তায় মিলবে গ্যাস সিলিন্ডার। তাও আবার মাত্র ৫০০ টাকায়! সোমবার এমনই ঘোষণা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নতুন বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন দাম।

সূত্রের খবর, আগামী ১ এপ্রিল থেকে এই নতুন দাম কার্যকর হলেও সকলে ৫০০ টাকায় রান্নার গ্যাস পাবে না। দারিদ্র্য সীমার নিচে থাকা যারা উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস পান, একমাত্র তাঁরাই কম দামে সিলিন্ডার পাবেন। গেহলটের এই ঘোষণা দেখে রাজনৈতিক মহল বলছে, বছর ঘুরলেই রাজস্থানে ভোট। ভোটব্যাংক ধরে রাখতে খয়রাতির রাজনীতির পথেই হাঁটলেন গেহলট। ইতিমধ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা রাজস্থানে পৌঁছে গিয়েছে। সোমবার রাহুলের সামনেই জনসভার মঞ্চ থেকে কম দামে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেন গেহলট। বর্তমানে শহর ভেদে রান্নার গ্যাসের দাম হাজার পার। সেখানে প্রায় অর্ধেক দামে সিলিন্ডার দেওয়ার কথা জানালেন গেহলট। এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন,আগামী মাসে বাজেটের প্রস্তুতি নিচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, উজ্জ্বলা যোজনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরিবদের এলপিজি সংযোগ ও গ্যাসের ওভেন দিচ্ছেন। কিন্তু সেই সিলিন্ডার তো খালি থেকে যাচ্ছে। কারণ সিলিন্ডারের দাম ৪০০ থেকে ১ হাজার ৪০ টাকা।

জানা গিয়েছে, এর পর তিনি রাজস্থানের জনতার জন্য ঘোষণা করেন, “আগামী বছর এপ্রিলের গরিব পরিবারগুলি প্রথম দিন থেকেই ৫০০ টাকায় সিলিন্ডার পাবেন। যাঁরা উজ্জ্বলা যোজনায় নাম লিখিয়েছেন, এমন গরিবদের বছরে ১২টি করে সিলিন্ডার ৫০০ টাকায় দেব আমরা। এছাড়াও সভামঞ্চ থেকে বেকারত্ব, মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধেছেন তিনি। প্রসঙ্গত, বছর ঘুরলেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। নির্বাচের আগে কংগ্রেসের মাথাব্যথা কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। অশোক গেহলট ও শচীন পাইলটের লড়াই। এমন পরিস্থিতিতে সে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে এথন থেকে খয়রাতির রাজনীতির পথে হাঁটা শুরু করেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী।

এদিকে বাংলা বিধানসভা হোক কিংবা পাঞ্জাবের বিধানসভা বা হালফিলের গুজরাট বিধানসভা ভোট, প্রায় সবক্ষেত্রেই রাজনৈতিক দলগুলিকে খয়রাতির রাজনীতির দিকে হাঁটতে দেখা গিয়েছে। কোথাও নগদ টাকার প্রতিশ্রুতি তো কোথাও আবার বিনামূল্যে বিদ্যুৎ-জল, কেউ কেউ তো সম্পূর্ণ বিনামূল্য চিকিৎসার কথাও ঘোষণাও করেছেন। এবার সেই তালিকায় জুড়ল প্রায় অর্ধেক দামে রান্নার সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতিও।