Bhai Phonta 2023: ভাইফোঁটার পার্বণে সামিল টলি অভিনেত্রী কোয়েল মল্লিক

সারা বছর কাজের ব্যস্ততা থাকে। তবে উৎসবের দিনগুলোতে কোয়েল একেবারে বাড়ির মেয়ে। এবারও তার অন্যথা হয়নি। জানুন বিস্তারিত...

Bhai Phonta 2023: ভাইফোঁটার পার্বণে সামিল টলি অভিনেত্রী কোয়েল মল্লিক
ছবি সৌজন্যে- ফেসবুক

ট্রাইব টিভি ডিজিটাল: 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।' আজ ভাইফোঁটা। ভাইবোনদের এক বিশেষ দিন। সারা বছর অপেক্ষার পর আসে এই ভাইফোঁটার পার্বণ। এদিন দাদা-ভাইদের মঙ্গল কামনায় যমেয় দুয়ারে কাঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করা হয় তাঁদের। আর সেই উপলক্ষ্যে প্রতিবারের মত এ বছরও ভাইফোঁটা উপলক্ষে ফোঁটা দিতে মরুদ্যান শেল্টারে পৌঁছে যান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী Koel Mallick। সেখানে বিশেষভাবে সক্ষম ভাই ও দাদাদের দিলেন ভাইফোঁটা (Bhai Phonta 2023)। আর সেই ছবিই এদিন সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন তিনি। 

এদিন ফেসবুকে শেয়ার করা একাধিক ছবিতে কোনওটিতে তাঁকে ফোঁটা দিতে দেখা যাচ্ছে, কোনওটাতে হাসি মুখে আশীর্বাদ নিচ্ছেন অভিনেত্রী। শেল্টারের বাকিদের সঙ্গেও সময় কাটিয়েছেন কোয়েল। ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ''দারুণ একটা দিন কাটল, মরুদ্যান শেল্টারের বিশেষভাবে সক্ষম ভাই-দাদাদের ভাইফোঁটা দিলাম। সবার ভালো হোক। ভালোবাসা, আনন্দ আর শান্তি থাকুক।''  সারা বছর কাজের ব্যস্ততা থাকে। তবে উৎসবের দিনগুলোতে কোয়েল একেবারে বাড়ির মেয়ে। এবারও তার অন্যথা হয়নি। মল্লিক বাড়ির পুজোয় কখনও পুজোর কাজে ব্যস্ত থেকেছেন, কখনও ছেলে কবীরকে সামলেছেন আবার কখনও চুটিয়ে আড্ডা দিয়েছেন। তার পর সিঁদুর মাখিয়ে মা দুর্গাকে বিদায় জানিয়েছেন। আর দুর্গোৎসবের আমেজ কাটতেই এবার অভিনেত্রীকে দেখা গেল ভাইফোঁটার পার্বণে সামিল হতে। 

প্রসঙ্গত, চলতি বছরের দুর্গা পুজোয় (Durga Puja 2023) মুক্তি পেয়েছে কোয়েল মল্লিকের 'জঙ্গলে মিতিন মাসি'। অরিন্দম শীলের পরিচালনায় দীর্ঘদিন পর ফের পর্দায় ধরা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিতে এবার কোয়েলকে দেখা গিয়েছে বেশ মারকাটারি লুকে। বক্স অফিসেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে মিতিন মাসি। সব মিলিয়ে উৎসবের শেষলগ্নে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন অভিনেত্রী।