I.N.D.I.A ছেড়ে NDA জোটের নেতা নীতিশ, ফের পদ্মাসনে 'পাল্টু' কুমার !

I.N.D.I.A ছেড়ে NDA জোটের নেতা নীতিশ,  ফের পদ্মাসনে 'পাল্টু' কুমার !
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: ২ দিনের জল্পনার অবশান। নীতি বদল নীতিশের। পাটলিপুত্রের রাজনীতির রঙ বদল। ইন্ডিয়া ছেড়ে এনডিএ জোটে ফিরলেন নীতিশ কুমার। রবিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতিশ কুমার। বিকেলেই ২ উপ মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজভবনে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। জেডিইউ-এর পরিষদীয় দলের সঙ্গে বৈঠকের পরই ইস্তফার সিদ্ধান্ত নীতিশ কুমারের। শুধু তাই-ই নয়, গত ১০ বছরে এনিয়ে পঞ্চমবার শিবির বদল করলেন নীতীশ কুমার। ভোটের আগে নীতিশের এই দলবদলে জোর ধাক্কা জোট শিবিরে। 

 বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দেন নীতিশ কুমার। এদিন ইস্তফাপত্র জমা দিয়ে রাজভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতিশ কুমার জানান, আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে এই সরকারের সমাপ্তী ঘটালাম। আমি বিভিন্ন মহল থেকে পরামর্শ পাচ্ছিলাম। আমি পুরনো জোট ত্যাগ করেছিলাম, নতুন জোট বাঁধব বলে। কিন্তু এখানে পরিস্থিতি ঠিক নেই। তাই আমি ইস্তফা দিলাম। পুরনো জোট ছেড়ে আমি নতুন জোট তৈরি করব।'' রবিবারের বারবেলায় রাজার রং বদলে পাটলিপুত্রে পালাবদল। নবমবার মুখ্যমন্ত্রী হিসেবে রবিবার সন্ধ্যায় ফের শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। রবিবার সকাল ১১টা নাগাদ ইস্তফা দেন তিনি। তার ২ ঘণ্টার মধ্যেই রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের প্রস্তাব দেন নীতিশ কুমার। এদিকে নীতিশের নীতি বদলে I.N.D.I.A জোটে বড় ধাক্কা লাগল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

 লোকসভা নির্বাচনের আগে নীতীশের এই ভোলবদল বিরোধী জোট ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা। ইন্ডিয়া জোটের অন্যতম মুখ ছিলেন নীতীশ কুমার। জোটের সূত্র বেঁধেছিলেন তিনিই। আসন ভাগাভাগি নিয়ে যখন জোটের অন্দরে ফাটল চওড়া হচ্ছে, সেই সময়ই লোকসভা নির্বাচনের ঠিক আগে জোটই বদলে ফেললেন নীতীশ কুমার। 

জিতেন রাম মাঝির দল 'হাম' নীতীশের পাশে দাঁড়ানোই বিহার রাজনীতিতে ফের বিজেপির মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে। কারণ, এই দলই মূলত দলিতদের প্রতিনিধি বিহারে। ফলে নীতীশকে দলে টেনে বিহার দলিত ভোট অনেকটাই নিশ্চিত করে ফেলল এনডিএ। অন্যদিকে, নীতীশের বিদায়ে বিশ বাঁও জলে চলে গেল ইন্ডিয়া জোট।