নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা স্কুল বাসের, জখম ২০ পড়ুয়া

স্কুল বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ জখম ২০। ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানার পিরোজপুর টাকি রোডে।

নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা স্কুল বাসের, জখম ২০ পড়ুয়া

ট্রাইব টিভি ডিজিটাল: স্কুল বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ জখম ২০। ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া থানার পিরোজপুর টাকি রোডে। জানা গিয়েছে, বসিরহাট থেকে আদিত্য অ্যাকাডেমির একটি স্কুল বাস ভর্তি ছাত্র নিয়ে বারাসাতে যাচ্ছিল। বসিরহাটের মাটিয়া থানার পিরোজপুর টাকি রোডে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গাড়ির চালক সহ মোট ২০ জন জখম হয়। তাঁদের ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে মাটিয়া থানার পুলিশ। এদিকে এই ঘটনায় রীতিমতো টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্কুল বাসটির গতিবেগ বেশি থাকায় উল্টোদিক থেকে লরি এসে সজোরে ধাক্কা মারে যার কারণেই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

 এদিকে মঙ্গলবারের এই দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই বেসরকারি বাসের চালক ও জখম ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে ধান্যকুড়িয়া হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানে দুজন পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে অন্য হাসপাতালে। এই ঘটনায় রীতিমতো টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। কি কারনে দুর্ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান স্কুল বাসের গতিবেগ বেশি ছিল পাশাপাশি উল্টোদিক থেকে লরি এসে সজোরে ধাক্কা মারে যার কারণেই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। এছাড়াও ওই বেসরকারি বাসের খালাসিকে জিজ্ঞাসাবাদ শুরু করছে।