Joshimath Lanslide: জোশীমঠে কেন এই ভয়ানক ভূমিধস? কী হবে হাজার হাজার মানুষের?

ক্রমেই 'বসে' যাচ্ছে জোশীমঠ। এই আবহে জোশীমঠের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। একটি বড় অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র স্থাপনেরও নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। পুষ্কর ধামি শুক্রবার এই নিয়ে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করে। সেখানে জোশীমঠ অঞ্চলের শত শত বাড়িতে ফাটল দেখা যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Joshimath Lanslide: জোশীমঠে কেন এই ভয়ানক ভূমিধস? কী হবে হাজার হাজার মানুষের?
ক্রমেই 'বসে' যাচ্ছে জোশীমঠ। এই আবহে জোশীমঠের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। একটি বড় অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র স্থাপনেরও নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। পুষ্কর ধামি শুক্রবার এই নিয়ে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করে। সেখানে জোশীমঠ অঞ্চলের শত শত বাড়িতে ফাটল দেখা যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।