বাড়বে গরম, ৭ দিন তাপপ্রবাহের সতর্কতা রাজ্যজুড়ে

শনি ও রবিবার দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি। তবে বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে উপকূলের জেলায়।

বাড়বে গরম,  ৭ দিন তাপপ্রবাহের সতর্কতা রাজ্যজুড়ে
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: মাঝে কয়েকদিন বৃষ্টি হলেও ফের হাঁসফাঁস গরমে নাজেহাল বঙ্গবাসী। আজ থেকে আগামী ৭ দিন রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে রাজ্যে বর্ষার আগমন আসন্ন হলেও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তার আগে আরও একবার রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলা ও উত্তরবঙ্গের মালদহ ছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিশেষ করে ৬ এবং ৭ জুন তাপপ্রবাহ চলবে। কোথাও, কোথাও আবার বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য মিলবে না গরম থেকে রেহাই। পশ্চিমে বইবে লু, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তি বাড়বে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পংয়েও। শুক্র ও শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা। 

শনি ও রবিবার দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি। তবে বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হবে উপকূলের জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং এই উপকূল সংলগ্ন কিছু জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। অন্যদিকে, ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়। জুন মাসের ৮-১০ তারিখের মধ্যে আরব সাগর ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা প্রাথমিকভাবে জানিয়েছেন, বঙ্গোপসাগরে এবং আন্দামান সাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিবৃদ্ধি করে কয়েকদিনের মধ্যে দু'টি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শক্তিবৃদ্ধি করে এই দুই ঘূর্ণিঝড়ের একটি বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হবে। আর অন্যটি কেরালার কাছাকাছি তৈরি হয়ে মহারাষ্ট্র এবং গুজরাট হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যদিও দিল্লির মৌসম ভবন এখনও দুই ঘূর্ণিঝড় নিয়ে কোনও সতর্কতা জারি করেনি। তবে এই ঘূর্ণাবর্ত কোনওভাবে বর্ষার আগমন ত্বরান্বিত করবে কি না, তাও স্পষ্ট নয় এখনও।