এলোপাথাড়ি গুলি! একে একে চাষের জমিতে লুটিয়ে পড়লেন ৫ মহিলা, চম্পারণে যা ঘটল আজ

গ্রামবাসীর দাবি, যে জমি নিয়ে গন্ডগোল, তা ১৯৮৫ সালের আইন অনুযায়ী ভূমিহীন শ্রমিকদের দান করা হয়েছিল। কিন্তু তা মেনে নিতে পারেনি জমির প্রাক্তন মালিক। এ নিয়ে কোর্ট কাছারিও কম হয়নি। শেষে ২০০৪ সালে ওই জমি ফ্রিজ করে দেয় আদালত।

এলোপাথাড়ি গুলি! একে একে চাষের জমিতে লুটিয়ে পড়লেন ৫ মহিলা, চম্পারণে যা ঘটল আজ
গ্রামবাসীর দাবি, যে জমি নিয়ে গন্ডগোল, তা ১৯৮৫ সালের আইন অনুযায়ী ভূমিহীন শ্রমিকদের দান করা হয়েছিল। কিন্তু তা মেনে নিতে পারেনি জমির প্রাক্তন মালিক। এ নিয়ে কোর্ট কাছারিও কম হয়নি। শেষে ২০০৪ সালে ওই জমি ফ্রিজ করে দেয় আদালত।