সংলাপ লিখে দিয়েছেন রানি

'আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব..'

'আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব..'। তাঁর এই কথাটার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ল তিলোত্তমা। কিন্তু এই প্রথমবার নয়, এভিতে তাঁর সংলাপ, এমনকি যখনই তাঁর নাম ঘোষণা করা হয়েছে, দর্শকাসন ফেটে পড়েছে হাততালিতে, চিৎকারে। শাহরুখ খান। তিনি মানেই ম্যাজিক.. যাদু।                                                 

আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে -র মঞ্চে ছিলেন শাহরুখ খান। তাঁর এভিতেও ছিল আগামী ছবি 'পাঠান' -এর সংলাপ। আর মঞ্চে ওঠার পরেই সবাইকে ধন্যবাদ জানিয়ে হিন্দিতে শাহরুখ বললেন, 'আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব। এই বছর আমার সঙ্গে রানি মুখোপাধ্যায় এসেছে। তাই ওকে দিয়ে আমি বাংলায় সংলাপ লিখিয়ে নিয়েছি। যদি আমি ভাল বলি তবে আমার প্রশংসা করবেন। আর যদি খারাপ বলি, তাহলে রানির দোষ।'   
                                                                                                                                                                
এরপরেই ভাঙা ভাঙা বাংলায় শাহরুখ বলে চললেন, 'সবাইকে এই মঞ্চে দেখে খুব ভাল লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আমার প্রিয় সুন্দর রানিকে দেখে খুব খুশি'। এরপর একে একে মঞ্চে উপস্থিত সবার নাম নিয়েই সবাইকে উষ্ণতা, অভ্যর্থনায় ভরিয়ে দেন শাহরুখ। কিন্তু শেষে বলেন, তিনি সবচেয়ে খুশি দর্শকদের দেখে।