International Yoga Day2023: বিশ্ব যোগ দিবসে সামিল ভারতীয় সেনা, দেখুন সেই ছবি

প্রতিবছর ২১ জুন এই দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় যোগ দিবস। সারা বিশ্বের পাশাপাশি এদিন যোগ দিবস পালনের ছবি দেখা যায় ভারতীয় সেনাবাহিনীতে।

International Yoga Day2023: বিশ্ব যোগ দিবসে সামিল ভারতীয় সেনা, দেখুন সেই ছবি
যোগ দিবসে পালনে সেনা বাহিনীর সদস্যরা (ছবি সৌজন্যে- টুইটার)

ট্রাইব টিভি ডিজিটাল: আজ আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2023)। শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে সর্বোপরি মনের স্বাস্থ্য ভালো রাখতে যোগা পালনের ভূমিকা অনস্বীকার্‍য। প্রতিবছর ২১ জুন এই দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় যোগ দিবস। সারা বিশ্বের পাশাপাশি এদিন যোগ দিবস পালনের ছবি দেখা যায় ভারতীয় সেনাবাহিনীতে। বুধবার সকালে লাদাখের Pangong হ্রদের তীরে যোগ পালন করেন ভারতীয় সেনার কর্মী আধিকারিকরা। 

এদিন সকালে লাদাখের প্যাঙ্গং, সিকিম, জম্মু কাশ্মীর সহ দেশের বিভিন্ন সেনাঘাঁটিতে ভারতীয় সেনার তরফে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। এদিন সেনাবাহিনীর তরফে যোগ দিবস পালনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী Rajnath Singh। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।

এদিন তিনি কেরলের কোচিতে আইএনএস বিক্রান্তে যোগাসন করেন।  পাশাপাশি মার্কিন সফরে গিয়েও যোগাসনের অনুষ্ঠানে অংশগ্রহন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তিনি জাতিসংঘের সদর দফতরে, জাতিসংঘের নেতৃত্ব এবং আন্তর্জাতিক মঞ্চের সদস্যদের সঙ্গে যোগ দিবস উদযাপন করবেন। 

জানা গিয়েছে, বুধবার বিকেল স্থানীয় সময় ৫.৩০টার সময় নিউ ইয়র্কে অবস্থিত রাষ্ট্রসংঘের সদর দফতরে আয়োজিত হবে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠান। শুধু তাই নয়, ভারতের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের মোট ১৮০টিরও বেশি দেশ এদিন একত্রিত হয়ে ঐতিহাসিক যোগ দিবস পালনে অংশ নেবে।

প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রথম যোগ দিবসের প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাঠিয়েছিলেন। সেই সময় এটি রেকর্ড সংখ্যক দেশ দ্বারা সমর্থন আদায় করেছিল।

সেই থেকে প্রতিবছর ২১ জুন সারা বিশ্বজুড়ে পালিত হয় International Yoga Day। এই দিনটি যোগব্যায়ামের অসংখ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য সামগ্রিক পদ্ধতির প্রচার করার একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে আসছে।