Bihar News: যাদব পরিবারে খুশির হাওয়া, বাবা হলেন তেজস্বী যাদব

সোমবার সকালে বিহারের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তেজস্বী পত্নী রাজশ্রী যাদব। এদিন টুইটারে দাদা তেজস্বী যাদবে মেয়ে হওয়ার খবর জানিয়েছেন বোন রোহিনী

Bihar News: যাদব পরিবারে খুশির হাওয়া, বাবা হলেন তেজস্বী যাদব

ট্রাইব টিভি ডিজিটাল: লালু প্রসাদ যাদবের পরিবারে খুশির হাওয়া। নবরাত্রির পূণ্য আবহে কন্যা সন্তানের বাবা হলেন লালু পুত্র তথা বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব(Tejashwi Yadav)। সোমবার টুইটারে সদ্যোজাত কন্যা সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে খুশির খবর দেন তেজস্বী যাদব। 

জানা গিয়েছে, সোমবার সকালে বিহারের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তেজস্বী পত্নী রাজশ্রী যাদব। এদিন টুইটারে দাদা তেজস্বী যাদবে মেয়ে হওয়ার খবর জানিয়েছেন বোন রোহিনী আচার্য। শুধু তাই নয়, ফুটফুটে কন্যাসন্তানকে কোলে নিয়ে একটি ছবি টুইট করেন লালু-পুত্র। টুইটারে তিনি লিখেছেন, ''ঈশ্বর সন্তুষ্ট হয়ে কন্যারূপে উপহার পাঠিয়েছেন।'' এদিকে তেজস্বী যাদবের কন্যা সন্তান হওয়ার খবরে টুইটারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী Arvind Kejriwal। এদিন টুইটারে RJD নেতার কন্যা সন্তান হওয়ার খবরে তাঁকে শুভেচ্ছাবার্তা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন তিনি। 

উল্লেখ্য, ২০২১ সালে রাচেল গোডিনহো নামে এক তরুণীর সঙ্গে বিয়ে হয় তেজস্বীর। বিয়ের পর রাচেল নাম বদলান। তাঁর নাম দেওয়া হয় রাজশ্রী যাদব। বিহারের রাজনীতিতে যাদব পরিবার বরাবরই প্রচারের আলোয় থাকেন। লালুর পথে হেঁটেছেন পুত্র তেজস্বীও। কিন্তু তেজস্বীর ঘরনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। শুধু তাই নয়, দিল্লিতে একই স্কুলে পড়াশোনা করেছেন তেজস্বী ও রাজশ্রী। বিয়ের আগে তাঁরা দীর্ঘদিন বন্ধুত্বের সম্পর্কে ছিলেন বলেও শোনা যায়।