অনুব্রত মণ্ডলের জন্য সাধারণ মানুষের হয়রানি, তুমুল বিক্ষোভ আসানসোল হাসপাতালে

অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে উত্তাল আসানসোল জেলা হাসপাতাল। হাই প্রোফাইল নেতার মেডিক্যাল চেকআপের আগে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সাধারণের জন্য সাময়িক বন্ধ রাখা হয় টিকিট কাউন্টার।

অনুব্রত মণ্ডলের জন্য সাধারণ মানুষের হয়রানি, তুমুল বিক্ষোভ আসানসোল হাসপাতালে

ট্রাইব টিভি ডিজিটাল: গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল আদালত। এবার তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ED-ও। 

এদিকে বৃহস্পতিবার আসানসোল মেডিক্যাল কলেজে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলা হাসপাতাল চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। অনুব্রত মণ্ডলের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালে রয়েছে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। আজ বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষের।
 

অন্যদিকে, অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে উত্তাল আসানসোল জেলা হাসপাতাল। হাই প্রোফাইল নেতার মেডিক্যাল চেকআপের আগে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সাধারণের জন্য সাময়িক বন্ধ রাখা হয় টিকিট কাউন্টার। যার জেরে দূরদুরান্ত থেকে OPD-তে ডাক্তার দেখাতে এসে হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে। বাইরে রোগীরা কষ্ট পাচ্ছেন, অথচ জরুরি বিভাগে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এমন অভিযোগেই উত্তাল আসানসোল হাসপাতাল।

বুধবার জেলে রাত কাটানোর পর বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশ মতো আসানসোল জেল থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রতকে। এরপরই হাসপাতালের জরুরি বিভাগে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রোগীর পরিবারের দাবি, একজন জেল বন্দি নেতার জন্য কেন এ ভাবে কষ্ট দেওয়া হবে তাঁদের?

অভিযোগ, হাসপাতালের তরফ থেকে অপেক্ষারত রোগী ও তাঁদের পরিবারকে বলে দেওয়া হয়েছে, আপাতত টিকিট কাউন্টার বন্ধ। এক ঘণ্টা হয়ে গেলেও লাইনেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের। কেউ কেউ প্রশ্ন তোলেন, একজন অপরাধীকে কেন এ ভাবে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হবে? সাধারণ মানুষ কেন ভুক্তভোগী? হাসপাতালে পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের দাবি অনুব্রতর জন্য পুলিশ অতি সক্রিয়। যাঁরা অপেক্ষা করছেন তাঁদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা, কারও অস্ত্রোপচার হয়েছে সম্প্রতি।